বেড়ানো নিয়ে উক্তি | ভ্রমণ নিয়ে মনীষীদের উক্তি

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন সেই কামনায় করি।

ভ্রমণ আমাদের সকলের কাছে খুব আনন্দকর  জিনিস। আমাদের প্রত্যাহিক জীবনে যখন কাজে কর্মে আমরা খুব চাপে থাকি  কিংবা আমরা যখন কাজের মধ্যে  নিজেকে হারিয়ে ফেলি  তখন আমাদের এই অশান্ত মনে এক পশলা বৃষ্টি নিয়ে আসে ভ্রমণ।ভ্রমণে আমাদের মন প্রফুল্ল যেমন হয়ে উঠে ঠিক তেমনি আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যাহিক কাজের চাপ থেকে মুক্ত করে। ভ্রমণে আমাদের মন মানসিকতা ভালো হয়ে যায়। ভ্রমণে আমাদের সকল ক্লান্তি ঠেলে আলাদা করে তুলে। তাই আমাদের সময় থাকতে ভ্রমণ করা উচিত।

আমাদের জীবনের সকল সমস্যার একমাত্র সমাধান হলো ভ্ৰমণ। ভ্রমণের ফলে আমরা নতুন উদ্দ্যোগে কাজ করার শক্তি এবং সাহস পাই। আমাদের  বিজ্ঞ মনীষীরা সবসময় ভ্রমণের উপর দৃষ্টিপাত করেছেন।বিখ্যাত মনীষীরা নিজেদের কর্মে ,নিজেদের সাহিত্যে এবংগ নিজেকের আবিষ্কারের নেশায় ডুবে   থাকলেও কখনো ভ্রমণে কার্পণ্য করেননি।  বিজ্ঞ মনীষীরা মানুষকে ভ্রমণে  উৎসাহিত করার জন্য নানান ধরণের উক্তি রচনা করেছেন। নিচে ভ্রমণ সম্পর্কের বিজ্ঞ মনীষীদের   কিছু উক্তি তুলে ধরা হলো :

১.বিখ্যাত মনীষী ম্যাথু কাস্টার্ন এর  মতেঃ
“ভ্রমণের জন্য বিনিয়োগ হচ্ছে
নিজের জন্য বিনিয়োগ”।

২.বিখ্যাত মনীষী ইউজিন ফদর এর মতে :
“ভ্রমণ করার জন্য ধনি  হবার
প্রয়োজনীয়তা নেই “।

৩.বিখ্যাত মনীষী সেনেকার মতে:
“ভ্রমণ ও স্থান পরিবর্তনের মধ্যে নতুন
প্রাণশক্তি তৈরি হয়”।

৪.বিখ্যাত মনীষী ইবনে বতুতার মতে :
“ভ্রমণ প্রথমে তোমাকে নির্বাক করে দেবে
তারপর তোমাকে গল্প বলতে বাধ্য
করবে”।

৫.বিখ্যাত মনীষী ইশ এর মোতে
“সুসাহসিক কাজ সবসময় লাভজনক “।

৬.বিখ্যাত মনীষী জন সেতিনবেক এর
মতেঃ
“মানুষ ভ্রমণকে গ্রহণ করে না
ভ্রমণই সঠিক মানুষকে খুঁজে নেয়া “।

৭.বিখ্যাত মনীষী আর্নেস্ট হেমিংওয়ের
বলেছেনঃ
“যাকে তুমি ভালোবাসোনা
তার সাথে কখনো ভ্রমণ করোনা “।

৮.বিখ্যাত মনীষী লাপ জু এর মোতে
“হাজার হাজার মাইল যাত্রা একটি
একক পদক্ষেপ থেকে শুরু হয় “।

৯.বিখ্যাত মনীষী সেন্ট গনিস্ট এর মোতে
“পৃথিবীএকটা বই আর যারা ভ্রমণ করে না
তারা বইটি পড়তে পারেনা “।

১০.বিখ্যাত মিনিশা জেফার্সনস বলেন
“ভ্রমণ মানুষকে জ্ঞান
অর্জনকরতে সাহায্য করে “।

১১.বিখ্যাত মনীষী লরেন্স ডুড়েল এর
মতে
“ভ্রমণ নিজেকে জানার এক অন্যতম
উপায়”।

১২.বিখ্যাত মনীষী বেঞ্জামিন ডিজরেলি
মতেঃ
“ভ্রমণ  পরমত সহিষ্ণুতা শিখায় “।

সামনে নতুন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুষ্ঠ থাকুন

বেড়ানো নিয়ে উক্তি, ভ্রমণ নিয়ে মনিষীদের উক্তি

Related Posts

16 Comments

মন্তব্য করুন