ছেলেটি পড়ে নবম শ্রেণীতে, মেয়েটিও পরে নবম শ্রেণীতে।তারা দুইজনেই একই হাই স্কুলে পড়তো।কিন্তু ছেলেটির ধর্ম হিন্দু, আর মেয়েটি ছিল মুসলিম।তারা প্রাইমারী স্কুলে একসাথে পড়তো।কিন্তু মেয়েটি ক্লাস 5 পাস করে বাহিরে চলে যায়।কিন্তু নবম শ্রেণীতে এসে তারা দুইজন আবার একই সাথে। শুধু তফাৎ ছিল, মেয়েটি পড়তো সাইন্স নিয়ে আর ছেলেটি কমার্স।
কিন্তু মেয়েটি যখন নবম শ্রেণীতে এসে আবার ওই ছেলেটি যে স্কুলে পড়ে সেটিতে ভর্তি হলো, তখন তারা একজন আরেকজনের সাথে কথা বলতো না।কারণ দুজনেই একটু লজ্জা পেতো।এভাবেই ক্লাস চলতে থাকে।দশম শ্রেণীতে ওঠার পর হটাৎ তাদের ফেইসবুকে একদিন কথা হয়।কিন্তু তখন কে জানত যে তারা আজকে এত ভালো বেস্ট ফ্রেন্ড।তারাই সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্বের আধার।এভাবেই তাদের কথা হতো মাঝে মাঝে।
একদিন হটাৎ মেয়েটি ছেলেটিকে একটি কথা বললো, “সত্যিকারের বন্ধু তো সে, যে হাজার ব্যাস্ততার মাঝে হলেও নিজের বন্ধুকে একটি হলেও মেসেজ দিয়ে বলে ওই কি করছিস”, তখন ছেলেটি মেয়েটিকে রিপ্লাই দিয়ে বলে, আমি তো তোমাকে বন্ধু ভাবি না।
মেয়েটি বললো, তুমি কি সত্যি আমাকে বন্ধু ভাবো না? তখন ছেলেটি বললো নাহ্, আমি তোমাকে শুধু বন্ধু ভাবি না, তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবি।
তখন মেয়েটি বললো, সত্যি কি তুমি আমাকে তোমার বেস্ট ফ্রেন্ড ভাবো? ছেলেটি বললো, হ্যাঁ ভাবে।এভাবে সেদিন আরম্ভ হয় তাদের বেস্ট ফ্রেন্ডশীপ নামক জীবনের যাত্রা।তাদের বন্ধুত্ব এতটায় মধুর ছিল যে তারা কখনো এইটা ভাবতো না যে তারা বিপরীত ধর্মের।এইভাবে তারা হাসি, ঝগড়ার মাঝে দিন কাটাতে থাকে।
বেস্ট ফ্রেন্ড দের মাঝে ঝগড়া হবে না সেটা কি করে হয়।সত্যিকারের বন্ধুদের মাঝে ঝগড়া ,কান্না , হাসি থাকবেই।মেয়েটি যখন কোনো ছেলের সাথে কথা বলতো তখন সেটি দেখে ছেলেটি অনেক রেগে যেতো।অনেক ঝগড়া করতো। তখনও ছেলেটি বুঝতে পারেনি যে সে মেয়েটিকে অনেক ভালোবেসে ফেলেছে। হয়তো মেয়েটি ছেলেটিকে শুধু বেস্ট ফ্রেন্ড এর চোখেই দেখতো।আর ছেলেটিও।কিন্তু কখন যে ভালোবাসা হয়ে যায় কেও বলতে পারে না।
ভালোবাসা এক ধরনের মায়া।যেটি কখন কার সাথে হয় কেও সেটি জানেনা।
এইভাবে তারা তাদের বন্ধুত্ব টিকিয়ে রাখে। তবে তাদের অনেক বন্ধু রিলেশন করলেও। তারা দুইজনের কেও রিলেশন করে না।কারণ সামান্য ,মেয়েটি ছেলের সাথে আর ছেলেটি কোনো মেয়ের সাথে কথা বললেই তাদের মাঝে অনেক ঝগড়া হয়। রিলেশন কিভাবে সেখানে।
সত্যি বলতে একজন বেস্ট ফ্রেন্ড পারে আপনার অগোছালো জীবনকে সুন্দর ভাবে গুছিয়ে দিতে।যদি সেটা বিপরীত লিঙ্গের হয় তাহলে দুজনেই অনেক ভাগ্যবান।হইতো তারা ছিল বিধর্মী, তাও তাদের সম্পর্কে ছিল অনেক টান।
বেস্ট ফ্রেন্ড নিয়ে পরের এপিসোড পেতে Grathor এর সাথে থাকুন।ধন্যবাদ