ভারতের কিছু ওয়ার্ড যা বাংলাদেশে এসে ব্যাবহার করলে পিটুনি নিশ্চিত

আমরা সবাই জানি বাংলাদেশের পাশের দেশ ভারত আর এই ভারতের ভাষা তিন ধরনের এক বাংলা দুই হিন্ডি তিন ইংরেজি। আর ভারতের জাতীয় ভাষা হিন্ডি শুধু কিছু কিছু মানুষ বাংলা ভাষাতে কথা বলে আর কিছু কিছু মানুষ ইংরেজিতে কথা বলে। কিন্তু আপনারা কি জানেন ভারতের হিন্ডি ভাষার কিছু ওয়ার্ড বাংলাদেশে এসে ব্যবহার করলে কি হতে পারে। যদি না জেনে থাকেন তাহলে কোনো চিন্তা নেই আজকের গল্পে বলবো ভারতের হিন্ডি ওয়ার্ড বাংলাদেশে এসে ব্যবহার করলে কি হতে পারে তো শুরু করা যাক আজকের গল্পে। আজকের গল্প বলবো ভারতের হিন্ডি ওয়ার্ড নিয়ে তো প্রথমে বলা যাক বাল সম্পর্কে আপনারা হয়তো জানেন আমরা যে গুলো কে চুল বলি ভারতের মানুষ সে গুলো কে বাল বলে। আমরা চুল কাটার সিলুমে গিয়ে বলি আমার চুল গুলো বড় হয়ে গেছে চুল গুলো কাটতে হবে আর ভারতের মানুষ চুল কাটার সিলুমে গিয়ে বলে মেরা বাল বহোত বড়া হো গেয়া হে বাল কাটনা পরেগা আর এই টুকু শব্দ যদি বাংলাদেশের সিলুমে এসে ব্যবহার করা হয় তাহলে সিলুমে যত গুলো মানুষ থাকবে সবাই মিলে এমন পিটুনি দিবে যে বাংলাদেশে আর জীবনে আস্তে চাইবে না। এই ছিল দুই অক্ষরের ওয়ার্ড যার কারণে অনেক পিটুনি খেতে হতে পারে বাংলাদেশে। এবার এক টি ওয়ার্ড নিয়ে বলবো না এবার বলবো কয়েক টি ওয়ার্ড নিয়ে। আমরা সবাই খুশি হলে অই সময় অনেক আনন্দ পায় আর হয়তো বলে থাকি আজকে আমি অনেক খুশি বা বলে থাকি আজকে আমার আনন্দের দিন ইত্যাদি বলে থাকি কিন্তু আপনারা কি জানেন ভারতের মানুষ খুশি হলে অই সময় কি বলে থাকেন। এবার যে কথাটি বলে থাকে ভারতের মানুষ রা হিন্ডি ভাষায় সে কথাটি যদি বাংলাদেশে ব্যবহার করা হয় তাহলে বাল কাটার কথায় যে পিটুনি হয়েছে তার চার গুণ বেশি পিটুনি হবে তাহলে সেই কথাটি হলো বাল্লে বাল্লে সাবা সাবা হয়তো এর থেকেও বেশি খারাপ ওয়ার্ড হতে পারে কিন্তু অই ওয়ার্ড গুলো এই এই গল্পে বলা যাবে না কারণ অই ওয়ার্ড গুলো লিখলে হয়তো আমার আইডি নষ্ট করে দিতে পারে আর তাছাড়া ও আমি যে ওয়ার্ড গুলো ব্যবহার করে এই গল্প লিখেছি তাই আমার ভয় লাগছে যে আমার আইডি নষ্ট করে দিবে নাকি। আর যদি গল্প গ্রহণ করে তাহলে যদি কোনো বড় ভাই বা বড় আপু গল্প টি পড়ে থাকেন তাহলে কিছু মনে করবেন না আর যদি খারাপ লাগে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে গল্প টা ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমি খুশি। তো এই ছিলো ভারতের কিছু হিন্ডি ওয়ার্ড যা বাংলাদেশে এসে ব্যবহার করলে পিটুনি নিশ্চিত। আর এক বার বলছি বড় ভাই ও বড় আপু দের এই গল্প টা খারাপ চোখে দেখবেন না।

Related Posts