‘এপলিটিক্যাল গ্লোবাল পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৯’-এ বাংলাদেশকে বিজয়ী করতে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। বাংলাদেশ থেকে এটুআই এর ডিজিটাল সেবা হিসেবে ‘কলসেন্টার ৩৩৩’ ও উদ্ভাবনী উদ্যোগ হিসেবে ‘আইল্যাব’ মনোনীত হয়েছে।
ভোট প্রদানের শেষ দিন ৫ জানুয়ারি। ভোট করুন আজই।
৩৩৩ এবং আইল্যাব-কে ভোট দেয়ার ৫টি সহজ ধাপ:
১. ভিজিট করুন: https://apolitical.co/digitising-public-services-award-2019/
২. লিংকে যাওয়ার পর স্ক্রল করে 333 এর পাশে Non-members: Sign up to vote-এ ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন কনফার্ম করুন।
৩. পূর্বের পেইজে ফিরে আসুন এবং Members of Apolitical: Vote here-এ ক্লিক করুন।
৪. ইমেইল অ্যাড্রেস দেয়ার পর Digitising Public Services Award ক্যাটাগরিতে ক্লিক করুন। পরবর্তী পেইজে ‘333’, Access to Information (a2i), Bangladesh-কে ভোট প্রদান করুন।
৫. পুনরায় পূর্বের পেইজে গিয়ে ইমেইল অ্যাড্রেস দেয়ার পর Citizen-Centred Innovation Award ক্যাটাগরিতে ক্লিক করুন। পরবর্তী পেইজে iLab, Access to Information (a2i), Bangladesh-কে ভোট প্রদান করুন।
ভিডিও নির্দেশনা: https://bit.ly/36Z1OQD