ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস>>যা সবার জন্য জানা প্রয়োজন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই?আশা করি ভালই আছেন।আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়।

আজ আপনাদের সাথে ভ্রমণ সংক্রান্ত কিছু টিপস নিয়ে আলোচনা করব।ভ্রমণে বের হওয়ার পূর্বে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়।নইলে ভ্রমণে গিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়।তাই ঝামেলা এড়াতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

যে কোনো জায়গায় ভ্রমণে যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে ভাল ভাবে খোঁজ নিন।অর্থাৎ যেখানে যেতে চাচ্ছেন সেখানে কি কি দর্শনীয় স্থান আছে সেটা ভাল করে দেখে নিন।সে জায়গার সুবিধা অসুবিধা সম্পর্কে ইন্টারনেট ঘেটে যতটা সম্ভব জেনে নিন।এটা জানতে খুব বেশি বেগ পেতে হবে না।কেননা বর্তমানে ফেসবুকে বেশ কিছু টুরস এন্ড ট্রাভেল সংক্রান্ত গ্রুপ রয়েছে।সেখানে থেকে মোটামুটি সব জায়গা সম্পর্কেই আইডিয়া পাবেন।

এরপরে যেখানে যাবেন সেখানকার যাতায়াত সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।যেটা আপনার জন্য বেশি সুবিধাজনক মনে হবে সেভাবেই যান।অনেকসময় বাসের চেয়ে লঞ্চে অনেক জায়গায় তুলনামূলক দ্রুত যাওয়া যায়।আবার অনেক সময় ট্রেনে ভ্রমণ করতে অনেকে বেশি পছন্দ করেন।কেননা এতে বাইরের পরিবেশ ভাল ভাবে উপভোগ করা যায়।বাসে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করে না।পাশাপাশি ট্রাফিক জ্যাম তো আছেই।অর্থাৎ যার যেভাবে সুবিধা হবে সেভাবেই যাবেন।

এরপর ভাড়ার বিষয়টি চিন্তা করে দেখবেন।যেখানে যেতে চাচ্ছেন সেখানকার ভাড়ার পরিমান কেমন তা আগেই জেনে নিন।কাউন্টারে গিয়ে ভাড়া নিয়ে বেশি ঝামেলা না করাই উত্তম।বাজেট টুর হলে ট্রেনে যেতে পারেন।কারন ট্রেনের ভাড়া বাসের তুলনায় অনেক কম।আর পর্যাপ্ত অর্থ থাকলে তো আর কোনো কথাই নেই।

<

টুরে যাবার পূর্বে অবশ্যই কিছু জিনিস সাথে নিয়ে যাবেন।অনেক সময় এসব জিনিস দরকার পড়ে।পথিমধ্যে বা গন্তব্যে গিয়ে এসব জিনিস না পেলে অনেক সমস্যা পোহাতে হয়।সাথে করে যাওয়ার সময় অবশ্যই পানির বোতল ভরে নিয়ে যাবেন।সব এলাকার পানি সবাই খেতে পারে না।আবার অনেকে বোতলজাত পানিও খেতে চায় না।তাই পানির বোতল সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ।এরপর সাথে কিছু হালকা জামা কাপড় নিতে পারেন।যদি পাহাড় ভ্রমণে যান তাহলে সাথে করে খেজুর,লেবু,কমলা,চকলেট নিয়ে যেতে পারেন।কারন হিল ট্র্যাকিং এর সময় প্রচুর ডিহাইড্রেশন হয়।আর গলাও শুকিয়ে যায়,ক্লান্ত লাগে।মুখে চকলেট বা খেজুর রাখলে গলা শুকাবে না।আর অবশ্যই মোবাইল ফুল চার্জ দিয়ে নিয়ে যাবেন।চাইলে সাথে পাওয়ার ব্যাংকও রাখতে পারেন।কারন অনেকে হোটেলে না উঠে খোলা জায়গায় বা জঙ্গলে তাবু গাড়েন।তাই প্রয়োজনে কাজে লাগাতে পারবেন।আর অবশ্যই বিকাশে কিছু টাকা রাখবেন।কারন বিপদ আপদের কথা তো বলা যায় না।

আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হোটেল ভাড়া করা।হুট করে গিয়েই হোটেল ভাড়া করবেন না।কয়েকটি হোটেল ঘুরে দেখবেন।তারা ইচ্ছামত দাম চাইতে পারে।আপনি বুঝে শুনে দাম করবেন।আর ভুলেও দালালের খপ্পরে পড়া যাবে না।দালালের মাধ্যমে হোটেল ভাড়া করলে যে টাকাটা আপনার কাছে কম রাখত সেটাও কম রাখবে না।হোটেলের রুম এবং টয়লেট ব্যবস্থা দেখে রুম ভাড়া করবেন।

আর সর্বশেষ কথা হচ্ছে,ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলবেন না।এতে দর্শনীয় স্থান গুলো তার সৌন্দর্য হারায়।পাশাপাশি বিদেশিদের কাছে দেশের নাম খারাপ হয়।তাই যথাস্থানে ময়লা ফেলুন।

তো আজকে এপর্যন্তই।পরবর্তীতে আবারো অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হবো,ইনশাআল্লাহ।সবাই ভাল থাকবেন।

Related Posts

12 Comments

মন্তব্য করুন