মধ্যবিত্ত মেয়েদের স্ট্যাটাস

আসসালামু সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন?আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন সেই কামনাই করি সবসময়। মধ্যবিত্ত মেয়েদের স্ট্যাটাস –

মানুষের অবস্থান ভেদে সমাজে তিন শ্রেণীর মানুষ বাস করে। তারা হলো:
১.উচ্চবিত্ত
২.নিম্নবিত্ত
৩.মধ্যবিত্ত

মধ্যবিত্ত শ্রেণীর মেয়েদের জীবন সবচেয়ে বেশি বিচিত্র ও করুন। তারা কখনো কাউকে কিছু বলতে পারেনা। তারা তাদের আশা গুলো সবসময় অপূর্ণ করে রাখতে হয়। তারা না পারে কাউকে কিছু বলতে না পারে কারো কাছ থেকে কিছু চাইতে। এদের জীবন অন্য বাকি সব মেয়েদের মতো হয় না। এদের নিজেদের কষ্টগুলো নিজেদের মধ্যে চাপা রাখতে হয়। উচ্চমেয়েদের হয়ে উঠে বিলাসী জীবন ,নিম্ন বিত্তরা অন্যানো শ্রেণীর মানুষের কাছে সাহায্য সহযোগিতা পেলেও মধ্যবিত্ত শ্রেণীর মেয়েরা কারো কাছ থেকে তেমন সাহায্য সহযোগিতা পায় না ঠিক তেমনি করে লোকলজ্জার ভয়ে তারা কাউকে কিছু বলতেও পারে না।
তাই আজ আমি মদ্ধবিত্ত শ্রেণীর মেয়েদের নিয়ে কিছু স্ট্যাটাস নিয়ে এসেছি ,যার মাধ্যমে তাদের জীবনের দুঃখ স্পষ্টভাবে ফুটে উঠে।

১.”তুমি সেরে উঠো পৃথিবী মদ্ধবিত্ত মেয়েগুলি না জেনে স্বপ্ন দেখছে।
২.তুমি সেরে উঠো বসুন্ধরা
এখনো কতশত মধ্যবিত্ত মেয়ের বাকি আছে ভালোবাসা পাওয়া,পরিণতি পাওয়া হাজারো স্বপ্ন অধরা
৩.চায়ের কাপের ভাঙা বাটে স্পষ্ট দারিদ্রতার ছাপ
ক্যাককুলেটরের প্লাস সুইস বেড়ে উঠা মধ্যবিত্ত মেয়েদের স্বপ্নের চাপ।
৪.জন্মেছ বুঝি মধ্যবিত্ত মেয়ে হয়ে
তাহলে তোমার অনেক জ্বালা সারাজীবন ধরে।

৫.ঘড়ির কাটায় দ্রুত লয় দারিদ্র আঁকে অভাবের ধাঁচে
দাড়িপাল্লায় ঋণের বোঝা তবুও মধ্যবিত্ত মেয়েদের অধরা স্বপ্ন বাঁচে।
৬.মদ্ধবিত্ত শ্রেণীর মেয়েরা স্বপ্ন দেখার আগেই থাকে স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প।
৭.মারছে স্বপ্ন তবুও গড়ন প্রতিদিনকার উদ্বৃত্ত
হন্যে হওয়া চাকরি খোঁজা মধ্যবিত্ত মেয়েদের জীবন।

৮.স্বপ্নগুলো আজ আমার সীমারেখায় আবদ্ধ
কারণ বাস্তবতায় আমি একজন মধ্যবিত্ত।
৯.বেঁচে থাকে যুদ্ধ করে মধ্যবিত্ত মেয়েদের ধ্বংসস্তূপের সৌধটা
১০.মধ্যবিত্ত মেয়েদের স্বপ্নগুলো পরে থাকে কান্না ভেজা নরম বালিশের পাশে
বাস্তবতা রাস্তার পথ ভাগ্যের সাথে উচ্চস্বরে হাসে।

ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

9 Comments

মন্তব্য করুন