মনের সৌন্দর্য নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সবাই যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। মানুষের মন বড়ই অদ্ভত। কখনো তা হাসে কখনো তা কাঁদে। মন ভালো থাকলে আপনি যে কোনো ধরণের কাজে খুব সহজে মনোনিবেশ করতে পারবেন। কিন্তু যদি ঠিক কোনো কারণে আপনার মন খারাপ থাকে আপনি কোনো কাজে সঠিক ভাবে মনোনিবেশ করতে পারবেন না। মনের সৌন্দর্য নিয়ে উক্তি –

একটা মানুষ ঠিক কতটা ভালো হবে ঠিক কতটা সাহায্য পরায়ণ হবে। তা অনেকটা তার মনের উপর নির্ভরশীল। মন ভালো থাকলে যেকোনো কাজ আপনি খুব আনন্দের সহিত আপনি সম্পাদন করতে পারবেন। কিন্তু কোনো কারণে আপনার মন খারাপ হলে আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন না। তাই মনের ভালো থাকা আবশ্যক।

একটা মানুষ কতটা সুন্দর তা আমরা সবসময়ে গায়ের রং দিয়ে বিচার করি। কিন্তু আমরা ভুলে যায় একটা মানুষের স্বভাব কিংবা চরিত্র সবসময় গায়ের রংয়ের মতো হয় না বরং মনের উপর নির্ভর করে থাকে। তাই মনের সৌন্দর্য এ বড় সৌন্দর্য। মনের সৌন্দর্য নিয়ে উক্তির শেষ নেই  নেই। সকল জায়গায় এর বিশেষত্বের কথা তুলে ধরা হয়েছে। আপনাদের সুবিধার্থে কিছু উক্তিসমূহ তুলে ধরার চেষ্টা করছি আপনার সামনে।

১.একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্থিত্বকে মর্যাদাসম্পন্ন রাখা যায়।

২.একটি সুন্দর মন হলো মন হল সবচাইতে বড় তর্কশাস্ত্রবিদ।
৩.একটি মহৎঅন্তর, পৃতিবীর সমস্ত মাথার চেয়ে ভালো
৪.ফুটন্ত কলির মত মনোরম মন আছে যার  তার চেয়ে বেশি কিছু আছে সুন্দর?
৫.আমি তোমার চোখ দারা দেখি কিন্তু বুঝি পরিছন্ন  মন দ্বারা
৬.দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই আর মানুষের মাঝে মনের চেয়ে বড় নেই
৭.মনের অনেক দরজা আছে, সেখান দিয়ে অসংখ্যজন প্রবেশ করে এবং বের হয়ে যায় তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না।
৮.আত্না কলুষিত হতে শুরু করলেই মন আকারে সুরু হতে থাকে
৯.শিশুদের মনটা স্বর্গীয় ফুলের মতোই সুন্দর
১০.যে মন সুখী এবং পরিতৃপ্ত সেই মন ই মহৎ

ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

<

Related Posts