মাইক্রোসফট ওয়ার্ড কি ও কি জন্য শিখবো?

আপনার মনে হয়তো প্রশ্ন যাগে মাইক্রোসফট ওয়ার্ড কি?  সহজ ভাষায় বুঝাতে গেলে মাইক্রোসফট ওয়ার্ড  হচ্ছে, আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন এর তৈরী মাইক্রোফট অফিস এর একটি সাব প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। যাকে সংক্ষেপে বলি এমএসওয়ার্ড। এই সফটওয়্যারে মূলত লেখালেখির কাজ করা হয় বলে এটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। যেমন, ডায়েরী লেখা, বই লেখা, চিঠিপত্র লেখা, পত্রিকা লেখা ছাড়াও অফিসিয়াল সকল লেখালেখির কাজে এই সফটওয়্যার ব্যবহার হচ্ছে। সারা বিশ্বেই এই সফটওয়্যারের ব্যবহার অপরিসীম। বলা যায় শতকরা ৮০ জনই অফিসিয়াল ব্যক্তিভাবেও এই সফটওয়্যার ব্যবহার করে। এই সফটওয়্যারে লেখালেখির কাজ করা খুবই সহজ। বাংলা,ইংরেজী,আরবি,যে কোন ফন্টের মাধ্যমে নির্দিষ্ঠ ভাষায় মানুষ তাদের মতোকরে এতে লেখে প্রিন্ট করতে পারে। আমরা যখন কোন কম্পিউটারের দোকানে গিয়ে বলি ভাই এটা কম্পোজ করব তখন তারা আমাদের এই সফটওয়্যার ব্যবহার করেই অতি দ্রুত কম্পোজ করে প্রিন্ট করে দেয়। অফিস প্রোগ্রামের কাজের জন্য এই মাইক্রোসফট ওর্য়ার্ড সফটওয়্যারের গুরুত্ব অপরিসীম। বর্তমান বাজারে চাকুরী করতে গেলে তো এম এস ওয়ার্ড এর কাজ ছাড়া নট এলাউ। বন্ধুরা ওয়েভসাইটে লেখালেখি করতে গেলেও এর ধরকার আছে। অনেকে ভাবছেন আমি ফিল্যান্সিং করবো কোন লাভ নাই যদি টাইপ না করতে পারেন। বেসিক কাজগুলোতো জানতেই হবে।

এটা ছাড়াতো চলাই অসম্ভব। কলকারখানা অফিস আদালত শিক্ষাপ্রতিষ্ঠান সকল অফিসেই লেখালেখির কাজ আছে তো এমএসওয়ার্ড এর কাজ আছে। কোন চাকুরীতে ইন্টারভিউ দিতে গেলে সর্বপ্রথম আমাদের এই সফটওয়্যারের সর্ম্পকে অভিজ্ঞতা যাচাই করে আগে তার পর অন্য কিছু। হাতের লেখা যেমন স্পিড ধরকার তেমনি সফটওয়্যারও লেখার স্পিড থাকা ধরকার। যে যত বেশি চর্চা করে সে ততো বেশি স্পিডে লিখতে পারে। তথ্যপ্রযুক্তিতে মাইক্রোসফট ওয়ার্ড এর কদর রয়েছে। যেহতু এটা মাইক্রোসফট কর্পোরেশন এর সাব প্রোগ্রাম বলা হয়েছে তাতে বুঝা যাচ্ছে যে, এর এগিনিস্টে আরও প্রোগ্রাম আছে। হে মাইক্রোসফট কর্পোরেশন এর আরও কিছু সফটওয়্যার আছে এগুলো সর্ম্পকে আমরা আগামীতে জানবো তার আগে আরও কিছু কথা না বললেই নয়, যারা ইতিমধ্যে ভাবছেন যে কোন চাকুরীতে ইন্টারভিউ দিতে যাবেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ শিখে যাবেন কারন না শিখলে আপনার চাকুরীতে বাধা হয়ে দাড়াতে পারে  েএই সফটওয়্যার। তাই দেরী না করে কোন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারেে আজই ভর্তি হয়ে নিন। তথ্য প্রযুক্তির জ্ঞান লাভ করুন নিজেকে প্রতিষ্ঠিত করুন।

Related Posts

3 Comments

মন্তব্য করুন