মাকে নিয়ে আমার লেখা

মা আসলেই অনেক বোকা…

★মা এখনো অংক বুঝে না..
মায়ের কাছে একটা রুটি চাইলে দুইটা রুটি নিয়ে আসে…..

★মা ভালো ভাবে ইংরেজি ও বুঝে না…
মাকে যদি আই হেইট ইউ বলি
মা সুন্দর করে আই লাভ ইউ বলে দেয়…

★মা স্মার্ট ও বুঝে না..
নামি দামি শাড়ি..স্মার্ট ফোন নিয়ে কারো সাথে ঘুরতে ও যায় না…সারা দিন রান্না ঘরেই পরে থাকে।সন্তান কিভাবে ভালো থাকবে সারা দিন ঐ চিন্তায় ই থাকে….

★মা সত্যিই একটা চোর…
সন্তানের জন্য না বলে বাবার পকেট থেকে কত টাকা চুরি করে দিয়ে দেয়…অথচ নিজের জন্য কখনো একটা চকলেট ও কিনার সাহস পায় না…

★মা অনেক বড় মিথ্যাবাদী..
নিজের পেটে ক্ষুধা রেখে..নিজে না খেয়ে সেটা সন্তানের জন্য রেখে দেয়…অথচ সবার কাছে হাসি মুখে বলে যায়..আমি খেয়েছি..

★মা আসলেই কেয়ারলেস..
নিজে অসুস্থ হয়ে পরে থাকলে ও কখনো বলে না আমি অসুস্থ আমার জন্য ঔষধ আনো..
অথচ আমরা একটু কাশি দিলেই মায়ের বুকটা ফেটে যায়..
তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়..সন্তানের ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া চায়..

★মা সত্যিই অনেক স্বার্থপর..
নিজের সন্তান ও স্বামীর জন্য দুনিয়ার সব কিছু পর করতে পারে..সন্তান কিভাবে ভালো থাকবে সারাক্ষণ এই চিন্তায় বিভোর থাকে…

★মা সত্যিই অনেক বোকা…
যদি বোকা ই না হতো…
তাহলে কেউ কখনো নিজের আপন মানুষ গুলোকে পর করে..পর মানুষ গুলোকে আপন করে নেয়…
বোকা বলেই আপন মানুষ গুলোকে পর করে দেয়..

★মা সত্যিই অনেক খারাপ..
সন্তানেরা মা কে এতো কষ্ট দেয়..
তার পরে ও সে সন্তানের খারাপ চায় না…বোকার মতো নামাজে বসে তাদের জন্য ই দোয়া করে..

★মা সত্যিই অনেক নিলজ্য..
মাকে এতো করে বলি আমার কিছুই ধরবে না..কিন্তু তারপরে ও নিলজ্জের মতো আমার এলোমেলো জিনিস গুলোকে গুছিয়ে রাখে..

★ মায়ের সত্যিই কোনো কনমসেন্স নাই…
আমার প্লেটে খাবার একটু কম দেখলেই কেমন জানি পাগল হয়ে যায়..প্লেট ভর্তি ভাত দিয়ে দেয়..

মা সত্যিই খুব আজব…
সারাটা জীবন আমাদের শুধু ভালোবাসা দিয়েই যায়..
বিনিময়ে দিনে একবার হলে ও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চায়…আর আমরা সেই মাকে কষ্ট দেই..সেই মমতাময়ী মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি..একটা বার ও ভাবি না এই মা ই আমাদেরকে কত ভালোবাসা কত আদর সোহাগ দিয়ে বড় করেছেন…নিজে না খেয়ে আমাদেরকে খায়িয়েছেন..

তাই আসুন আমরা মাকে ভালোবাসি..কোনো মায়ের ঠিকানা যেনো বৃদ্ধাশ্রম না হয়..
ভালো থাকুক পৃথিবীর সবার মা..

Related Posts

10 Comments

মন্তব্য করুন