মাত্র এক ক্লিকে ওয়াইফাই এর স্পিড বাড়ান

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভাল আছেন.
ওয়াইফাই ব্যবহার করেন না এমন মানুষ খুব কমই আছে. তাছাড়া বাসায় যারা ওয়াইফাই ব্যবহার করেন তারা অনেক সময় স্পিড ঠিকমত পাচ্ছেন না. দেখা যাচ্ছে ইউজার আপনি একজন তার পরেও আপনি আপনার ওয়াইফাই এর সম্পূর্ণ স্পিড পাচ্ছেন না. কোন কিছু ডাউনলোড করতে গেলে অনেক সময় নিচ্ছে অথচ আপনার ওয়াইফাই 5 কিংবা 10mbps তারপরেও ডাউনলোড স্পিড সঠিকভাবে পাচ্ছেন না. অনেক সময় দেখা যায় ঠিকভাবে ব্রাউজিং করা যায় না ফেসবুক ব্যবহার করা যায় না. সবথেকে বেশি সমস্যা হয় যারা মোবাইল দিয়ে ইন্টারনেটে অনলাইনে কাজ করে থাকে অথবা বিভিন্ন অনলাইনের গেমস খেলা থাকে তাদের জন্য এ বিষয়টি খুবই কার্যকরী এবং সমস্যা সম্পন্ন একটি দিক. আজকে আপনি খুব সহজে আপনার ওয়াইফাই স্পিড আরে নিতে পারবেন. netoptimiser লিখে প্লে স্টোরে সার্চ করবেন তারপর ডাউনলোড করবেন অ্যাপসটা. ওপেন করে টিক মার্ক দিয়ে ক্যাট স্টার্ট এ ক্লিক করবেন. তারপর মোবাইলের পারমিশন চাইলে সেটা অন করে দেবেন তারপর অ্যাক্টিভিটি ক্লিক করবেন একটু লোডিং হবে এবং সেখানে লেখা থাকবে আপনাকে কোন ডি এন এ সার্ভারের মাধ্যমে কানেক্ট করবি. কানেক্ট হয়ে গেলে আপনারা হোম বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন এখন যেকোন কিছু ব্রাউজ করেন ডাউনলোড করেন একদম ফুল স্পিডে. সবাইকে ধন্যবাদ.

Related Posts

8 Comments

মন্তব্য করুন