মোবাইল এর মাধ্যমে এইচটিএমএল, সিএসএস,জাভাস্ক্রিপ্ট এর কোডিং শেখার সেরা এপস।

আজকাল আমরা সকলেই অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা করি।অনেকে পারি আবার অনেকে পারি ও না।একজন ভালো ফ্রিলেন্সার হতে গেলে অবশ্যই একটি পিসি,ল্যাপটপ অথবা ডেস্কটপ প্রয়োজন। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যার কোনো ল্যাপটপ, পিসি বা ডেস্কটপ নেই। কিন্তু আমরা সকলেই ফ্রিল্যান্সিং কাজ শিখতে চাই।আজ আশা করি এমন কেউ নেই যার একটি স্মার্টফোন নেই। তাই আমি আজ আপনাদের সাথে এমন একটি অ্যানড্রয়েড এপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য যে কোডিং শেখার দরকার (এইচটিএমএল, সিএসএস,জাভাস্ক্রিপ্ট ইত্যাদি)তা মোবাইল এর মাধ্যমে করতে পারবেন। এপসটির নাম হচ্ছে anwriter free.
এপসটি আপনারা প্লে স্টোর এ পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে সার্চ করে এপসটি আপনারা ইনষ্টল করে নিবেন । এই বার আসুন এটি কিভাবে ব্যাবহার করতে হয় সেটা বলি।এপসটি ওপেন করার সাথে সাথে একটি বার্তা আসবে। আপনারা এটির ওকে বাটনে ক্লিক করে দিবেন। এইবার এপসটি কোডিং করার জন্য রেডি।এপসটিতে টাইপ করার জন্য কিবোর্ড ওপেন করলে উপরে একটি মেনু বার আাসবে।এটি ব্যাবহার করে আপনারা সহজে কোডিং করতে পারবেন। আপনারা যখন কোন ফাইল ক্রিয়েট করবেন তখন তা পাবলিশ করার জন্যে সার্বারে হোষ্ট করার প্রয়োজন হয়। এই এপটি FTP সাপোর্ট করে৷ আপনারা সি প্যানেলের FTP লাগিন করে ওয়েব সাইট সার্বারে হোষ্ট করতে পারেবন।এর জন্য আপনাদের থ্রি ডট আইকনে কিল্ক করে FTP অপশনে ক্লিক করে FTP লাগিন কর তে হবে। তাহলে ওয়েব সাইট পাবিলিশ হয়ে যাবে।তাছাড়া আপনি কোডিং এর আউটপুট সরাসরি ব্রাউজার এর মাধ্যমে ও দেখতে পারবেন। এর জন্য আপনাকে আরেকটি এপস ইনষ্টল করতে হবে।এই এপসএি ওপেরা এবং মজিলা ফায়ারফক্স সাপোর্ট করে। তাই এই ব্রাউজার দুটির যে কোন একটি ইনষ্টল করে নিবেন। তার পরে ওপেন ইন ব্রাউজার সিলেক্ট করুন। তাহলে ই আউট পুট ব্রাউজার এ প্রদর্শন করবে।

Related Posts

6 Comments

  1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
    Please support me🙂

    Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

    Facebook page:
    https://www.facebook.com/107324621876693/posts/113049517970870/?app=fbl

মন্তব্য করুন