মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন!!🤗 আসলেই কি সম্ভব ??

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লার রহমতে আমিও অনেক ভাল আছি।

এর আগে আমি একটা পোস্ট করেছিলাম সেই পোস্টটি ছিল-

  • ওয়েব ডিজাইন কি ??
  • ওয়েব ডিজাইন কারা শিখবেন??
  • ওয়েব ডিজাইনের চাহিদা কেমন??
  • ওয়েব ডিজাইন শিখতে হলে কি কি দক্ষতা থাকা প্রয়োজন??
  • কোথা থেকে শিখবেন??
  • এবং ওয়েব ডিজাইন শিখতে কতদিন সময় লাগতে পারে??

এবং আজকের পোস্টে আমি এ নিয়ে আলোচনা করব যে আপনি কি করে মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখতে পারেন।

হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন এটা কি আসলেই সম্ভব?? হ্যাঁ সম্ভব।

আমরা অনেকেই আছি যারা ওয়েব ডিজাইন  শিখতে চাই কিন্তু আমাদের কাছে ডেক্সটপ বা ল্যাপটপ না থাকার কারণে শেখা হয়ে ওঠে না, তাহলে কি আমরা ল্যাপটপ বা ডেস্কটপ  না কেনা পর্যন্ত ওয়েব ডিজাইন শিখতে পারবো না?? না পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল কথায় যাওয়া যাক। উপরে টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের টপিকে কি নিয়ে আলোচনা করব, মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন।

আপনি পোস্টটি পড়ছেন এর মানে আমি ধরে নেবো ওয়েব ডিজাইন সম্পর্কে  আপনার সামান্য হলেও ধারণা আছে।  তাই আর এখানে আমাকে-

<
  • ওয়েব ডিজাইন কি ??
  • ওয়েব ডিজাইন কোথা থেকে শিখবেন??
  • কেন শিখবেন??
  • চাহিদা কেমন??

এগুলো নতুন করে আর বলতে হবে এ নিয়ে আমার আরেকটি পোস্ট করা আছে আপনার চাইলে সেটি পড়তে পারেন।

বন্ধুরা চলুন মূল কথায় যাওয়া যাক আমাদের টপিকটি ছিল ক্রিকেট মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখা যায় তাইতো-

মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে যা করতে হবে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এই লিংক থেকেhttps://play.google.com/store/apps/details?id=io.spck

অ্যাপস্টার কিছু স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করছি।

screen shot

স্ক্রীনশট 1

স্ক্রীনশট 2

অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করুন নিজে নিজে ওয়েবসাইট বানানোর চেষ্টা করুন খুবই সুন্দর একটা অ্যাপস আশা করি সবার ভালো লাগবে এবং এই অ্যাপস্টার যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেটা কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের মেসেজের রিপ্লাই দেয়ার।

বিশেষ দ্রষ্টব্য: যদি কারো ফ্রি ওয়েব ডিজাইন কোর্স লাগে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।

Related Posts

29 Comments

মন্তব্য করুন