মোবাইল নাম্বার ছাড়া যেকোনো জিমেইলের পাসওয়ার্ড ফরগেট করুন

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভাল আছেন.
জিমেইল ব্যবহার করেন না এমন মানুষ বর্তমানে নেই. থাকলে খুবই কম আছে. বর্তমানে যারা ইন্টারনেট ব্যবহার করে প্রত্যেকেরই জিমেইল অ্যাকাউন্ট রয়েছে. আপনি ইন্টারনেটে যে কোন কাজ করতে গেলে জিমেইলে প্রয়োজন সবার আগে হয়. কিন্তু অনেক সময় আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস যদি জিমেইলে থাকে এবং আপনাদের জিমেইল পাসওয়ার্ড যদি হারিয়ে ফেলেন তখন খুবই সমস্যায় পড়তে হয়. কারণ আপনার কোন গুরুত্বপূর্ণ জি-মেইল এসেছে অথবা আপনার সমস্ত ডাটা ছবি ফাইল গুগল ড্রাইভে সেভ করা তখন যদি জিমেইলের পাসওয়ার্ড হারিয়ে যায় বা ভুলে যান তখন খুবই সমস্যায় পড়তে হয়. কিন্তু আপনারা সবাই জানেন জিমেইলের পাসওয়ার্ড ফরগেট করা যায় কিন্তু মোবাইলের প্রয়োজন হয় বা সিমের প্রয়োজন হয় আপনি যে নাম্বার দিয়ে জিমেইল একাউন্ট খুলেছেন সে নাম্বারটি প্রয়োজন হয় পাসওয়ার্ড ফরগেট করতে গেলে. কিন্তু যদি আপনার নাম্বারটি না থাকে তখন কিভাবে জিমেইলের পাসওয়ার্ড বের করবেন আজকে তাই দেখাবো. কিন্তু প্রথমত আপনার যেকোন মোবাইলে জিমেইল টি কানেক্ট করা থাকতে হবে লগইন করা থাকতে হবে তাহলে পাসওয়ার্ড উদ্ধার করা যাবে. তারপর google-এ চলে যাবেন জিমেইল ফরগেট সার্চ করবেন. তারপর একটি ইন্টারফেস আসবে সেখানে আপনার জিমেইল দিবেন তারপর একটা ভুল পাসওয়ার্ড দিবে যখন ইনকাম একটু দেখাবে তখন নিচে ফরগেট পাসওয়ার্ড লেখা থাকবে সেখানে ক্লিক করবেন. তখন আপনাকে ফোন নাম্বার দিতে বলবে নিচে লেখা থাকবে try another way এখানে ক্লিক করবেন তারপর লাস্ট পাসওয়ার্ড দিতে বলবে একটা ভুল পাসওয়ার্ড দেবেন. তারপর আপনার সামনে একটা নাম্বার শো করবে(30) এরকম তারপরও লিখা থাকবে কনফার্ম স্ক্রীন লক অথবা কনফার্ম ডিভাইস. তখন আপনার কানেক্ট করা মোবাইলে একটা সেম সংখ্যাটি যাবে আপনি সেখানে 30 দিয়ে দিবেন. তারপর কনফার্ম এ দিবেন. এখন আপনাকে নতুন করে পাসওয়ার্ড দিতে বলবে আপনি দুইবার একই পাসওয়ার্ড দেবেন. তারপর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে আপনারা এভাবে আপনারা পাসওয়ার্ড করতে পারবেন নাম্বার ছাড়া.

Related Posts

12 Comments

মন্তব্য করুন