মোবাইল ফোন রুট করলে কি লাভ অথবা কি ক্ষতি হতে পারে আপনার ফোনের?

আসসালামুআলাইকুম সুপ্রিয় পাঠক পাঠিকাগণ।আসা করি সবাই অনেক ভালো আছেন।সবাই সবার অবস্থানে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।বন্ধুরা, স্মার্টফোন আমরা সবাই ব্যবহার করে থাকি প্রায়। আজকালকার দিনে স্মার্ট ফোন ব্যবহার করে না এমন মানুষ হয়তো অনেক কম আছে।এ স্মার্ট ফোন ব্যবহার করার জন্য আমরা আমাদের মোবাইলের রেম রম ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন ভাবে চিন্তা করেন। আমাদের ফোনের ইত্যাদি বিভিন্ন জটিল কারণে আমরা মোবাইল রুট করতে চাই।

এক্ষেত্রে আপনি যদি আপনার মোবাইলটি রুট করতে চান তাহলে তার আগে আপনার অবশ্যই জেনে নিতে হবে রুট মূলত কি? কেনো রুট করে মানুষ? কি লাভ আর কি ক্ষতি ইত্যাদি।রুট সম্পর্কে বিস্তারিত না যদি আপনার মোবাইল ফোনটি রুট করেন তাহলে আপনার হয়তো অনেক বড় ক্ষতি হতে পারে।

আজকের আর্টিকেলটি পড়ে যা জানবো

  • রুট মূলত কি?
  • কিভাবে রুট করা যায়?
  • মানুষ কেনো তার মোবাইল ফোন রুট করে ?
  • রুট করলে কি কি লাভ হবে?
  • রুট করলে কি ক্ষতি হতে পারে আপনার মোবাইলের?

রুট মূলত কি?

রুট হল এমন একটি প্রক্রিয়া যেটির মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনে কিছু অন্যরকম কিছু যোগ করতে পারেন, যা হয়তো আপনার মোবাইলে দেওয়া নাই এবং আপনার মোবাইল সাপোর্ট করেনা।তাই সহজ ভাষায় রুট করার ফলে আপনি আপনার মোবাইল ফোনে এমন কিছু নিয়ম বা সেটিং করতে পারেন যা আপনার মোবাইল কোম্পানি সাপোর্ট করেনা।

কিভাবে স্মার্ট ফোন রুট করা যায়?

আপনি আপনার স্মার্টফোনটিকে অ্যাপসের মাধ্যমে রুট করতে পারেন। রুট এর বিষয়ে বিস্তারিত জানার পর এর মাধ্যমে সম্পন্ন করতে সক্ষম হবেন।

মানুষ কেনো তার মোবাইল ফোন রুট করে ?

ধরুন আপনি একজন স্মার্ট ফোন ইউজার।এখন আপনার প্রয়োজনের জন্য একটি অ্যাপস আপনার ডাউনলোড করতে হচ্ছে। যে অ্যাপসটি আপনার মোবাইল সাপোর্ট করেনা। আপনি মোবাইলটির মাধ্যমে চালাতে পারবেন না। সেক্ষেত্রে রুট করার পর আপনি সেসব অ্যাপ ব্যবহার করতে পারবেন সহজে।

তাছাড়াও আপনার মোবাইলে যদি রেম কম থাকে আপনি রুট করার মাধ্যমে যেকোনো মাধ্যমে ফোনের রেম অথবা প্রসেসর এর শক্তি বাড়িয়ে নিতে পারবেন।

একইভাবে আপনার স্মার্টফোনের স্টোরেজ কম থাকলে রুটের মাধ্যমে কিছু অ্যাপস এর মাধ্যমে সেটিকে বাড়াতে পারবেন।

মোটকথা ফোন রুট করার কারণ স্মার্ট ফোন টিতে আরো অ্যাডভান্স কিছু করতে চেষ্টা করা যেটি স্মার্ট ফোনটির মাধ্যমে করা সম্ভব না, সেটি রুট করার মাধ্যমে করা।

রুট করলে কি কি লাভ হবে?

১. আগেই বলেছি রুট করার মাধ্যমে আপনি আপনার মোবাইল এর unsupported অ্যাপস বা ওয়েবসাইটে কাজ করতে পারবেন।

২. রুট করার মাধ্যমে আপনি আপনার ফোনে রেম অথবা প্রসেসর এর স্পিড বাড়িয়ে নিতে পারবেন।

৩. রুট করার মাধ্যমে আপনি আপনার ফোনের ইউজার আইডি বদলাতে পারবেন।

৪. অন্য কোনো কোম্পানির কাস্টম রম ব্যাবহার করতে পারবেন।

৫.কিছু অ্যাপস আছে যা আমাদের ফোনে প্রথম থেকে থাকে, ডিলেট করা যায় না।রুট করার পর সেগুলোকে ডিলিট করতে পারবেন।

আরো অ্যাডভান্স কিছু কারণে ফোন মানুষ রুট করে থাকে।

রুট করলে কি ক্ষতি হতে পারে আপনার মোবাইলের?

১. রুট করলে আপনার ফোনটি ওয়ারেন্টি থাকবে না।ধরুন আপনি ফোনটি কিনেছেন যার ওয়ারেন্টি ১ বছর। এখন এর মধ্যে আপনি ফোন রুট করলে কোম্পানি সেটিকে ওয়ারেন্টি দিবে না।

২. রুট করার কারণে স্মার্ট ফোনে কিছু সমস্যা দেখা দেয়।

৩. রুট করার কারণে হয়তো আপনি আপনার অনেক ফাইল হারাতে পারেন।সুতরাং রুট করার আগে সেগুলোকে ব্যাকআপ করে নিবেন।

৪. রুট করার কারণে অনেক সময় মোবাইল ফোন স্লো হয়ে যায়।

সতর্কতা

আপনি যদি রুট সম্পর্কে কিছু না জানেন তাহলে আপনি আপনার স্মার্টফোনটিকে রুট না করলেই ভালো।কারণ এতে হয়তো আপনি বড় কোনো বিপদে পড়তে পারেন। এক্ষেত্রে অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন।

আসা করি বুঝে গেছেন রুট কি, কেনো করা হয়, করলে কি লাভ আর কি ক্ষতি হতে পারেন। ধন্যবাদ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন