যাদের এলাকায় ইন্টারনেট স্পিড কম । ইন্টারনেট চালানো সমস্যা হচ্ছে ।

বিশেষ করে জেনারেশন আপডেট ও আনআপডেট এর কারনে এই সমস্যা হয়ে থাকে ।
আমরা বাংলাদেশীরা বেশিরভাগ মানুষই সহজ বিষয়কে কঠিন করে ফেলি ফলে আমরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হই ।
মনে রাখবেন দেশের সর্ব কিছু সব জায়গায় এখনও ডেভলপ হয় নি।
যেমন দেশের সর্ব স্তরে গ্যাস, কারেন্ট, গার্মেন্টস ফেক্টরি ইত্যাদি এখনো স্থাপিত বা আপডেট হয়নি ।

কিন্তু আমারা এগুলোর পরিবর্তে এই বিষয় গুলোকে ভিন্নভাবে ব্যবহার করতে পা্রি ।
উদাহরণ : গ্যাসের পরিবর্তে কাঠ বা গাছের ডালপালা জ্বালানী ব্যবহার করতে পারি ।
কারেন্ট এর পরিবর্তে ক্যরসিন মোমবাতি ও ফেক্টরির পরিবর্তে সে স্থানে চাষাবাদ করতে পারি ।
উপরের বিষয়ের ভিত্তিতে যাদের এলাকায় ইন্টারনেট স্পীড যেটুকু আপডেট হয়েছে সেটুকুই চালাতে পারবেন ।
কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের এলাকায় ইন্টারনেট সম্মতি বা এলাও হবার পরেও একদমই ইন্টারনেট চালাতে পারছেন না অথবা

অতিরিক্ত ইন্টারনেট স্পীডে ডিস্টার্ব হচ্ছে তাদের জন্য কিছু কথা নিচে আলোচনা করা হলো ।
এই পর্যন্ত আমাদের দেশে ( 1G . 2G . 3G .4G ) সর্বোচ্চ আপডেট হয়েছে । সুদুমাএ ( 3G ও 4G ) সব এলাকার এখনো ভালভাবে ডেভেলপ বা আপডেট হয়নি ।

কিন্তু কিছু এলাকায় আবছা সামান্য পরিমাণ ( 3G ও 4G ) পেয়ে থাকে । তবে তা আপ ডাউন করতে থাকে । ক্ষণিক সময় থেকে থেকে ছেড়ে দেয় । এর সমাধান কি ?
সাধারণত এই জেনারেশনের আপডেটের সাথে সাথে আমাদের ফোন গুলো ও তাল মিলিয়ে তৈরি করে সেই অনুসারে ।
আমাদের ফোনে ও বর্তমানে ( 1G . 2G . 3G .4G. lte ) ইত্যাদি অপসন থাকে ।
(( মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করুন আপনার এলাকার গ্যাস না থাকলে যেমন ডালপালা কাঠ ব্যবহার করেন, তেমনি আপনার এলাকায় ( 3G . 4G ) আপডেট না থাকলে আপনার ফোনে (3G .4G)
এক্টিভ বা সিলেক্ট করে রাখবেন না ।

এর কারণ আপনার ফোনে যতখন ( 3G .4G ) অথবা যে জেনারেশন গুলি আপনার এলাকার আপডেট হয়নি সেই জেনারেশন গুলি যদি এক্টিভ রাখেন আপনার ফোনটি ততক্ষন পর্যন্ত আপনার সিলেক্ট করা অপশনের জেনারেশন টি খুঁজতে থাকবে ও আপ ডাউন করবে। আপনার ফোনটি যদি ( 3G ) মুডে রাখেন আপনার ফোনটি শুধু ( 3G )
নেট খুঁজা্র চেষ্টা করবে, আপনার এলাকার যদি ( 3G ) নেট নাও থাকে তবুও ফোনটি আবছা আবছা বারবার ( 3G ) নেট নিবে আবার ছেড়ে দেবে ।

এক্ষেত্রে আপনি আপনার এলাকার যে জেনারেশন টি ভাল কাজ করে সেটি থেকে বঞ্চিত হচ্ছেন । কিন্তু আপনার এলাকার যদি ( 3G ) নেট পুরোপুরি এক্টিভ থাকে তাহলে এই সমস্যা টি হবে না ।
এই একই নিয়মে আপনার ফোনে সেই অপশন এক্টিভ করবেন না যে নেটওয়ার্ক আপনার এলাকার সাপোর্ট করে না বা ক্লিয়ার না ।
আপনার এলাকার জেনারেশন আপডেট না থাকলে ( 2G ) অপশন সিলেক্ট করুন আপনার নেট আশা করি আগের চেয়ে ভালো স্পীড পাবে ।
যখন আপনার ফোনে ( 2G ) অপশন সিলেক্ট করবেন আপনার ফোন টি আনডেপলপ হওয়া সেই ভিন্ন জেনারেশন গুলো আর খুঁজবে না । ফলে আপনার নেট ও আপ ডাউন করবে না । ))
আর ( 1G ) মানে আনমাল্টিমিডিয়া বাটন ফোনকে বুঝানো হয়েছে । যা ( EDGE বা GPRS ) অথবা ( 2G ) সম্বলিত নয় । একই সাথে সকল আপডেট জেনারেশন থেকে বঞ্চিত ।

<

আশা করি বিষয় গুলো বুঝতে পেরেছেন ।

Related Posts

20 Comments

মন্তব্য করুন