যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের ফোন মেমোরি ফুল হবে না।

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে নিজেদের ফোন মেমোরি কে ফ্রী রাখতে পারবেন। ফোন মেমোরি ফুল হবে না। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তারা কিছুদিন পরে একটি প্রবলেমের সম্মুখীন হয় যে , দেখা যায় যে তারা নিজেদের ফোন মেমোরিতে কোন ভিডিও অডিও ফটো কিছুই রাখে না, তারপরেও দেখা যায় যে কোন অ্যাপ ইন্সটল করলে ইন্সাফিশিয়েন্ট স্টোরেজ দেখায়, অর্থাৎ তাদের ফোন মেমোরি ফুল হয়ে গেছে, তো এর কারণ কি সেটাই আমি আজকে আপনাদের জানাব এর সমাধানটাও জানাবো। আপনারও প্রথমেই আপনাদের  ফোনের সেটিংস অপশনে যাবে ন। তারপর স্টোরেজ নামে একটি অপশন আছে সেখানে  ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে আপনাদেরকে অন্য একটি পেজ-এ নিয়ে আসবে। সেখানে আপনারা দেখতে পাবেন কেইস ডাটা( cached data) নামে একটি অপশন.. আমরা আমাদের ফোনের যে সকল অ্যাপস ব্যবহার করি সেই অ্যাপস গুলোর বিভিন্ন উপাত্ত এখানে জমা হয়, এটা ফোন মেমোরি এবং ফোনের রেম কে ভর্তি করে ফেলে, যার ফলে ফোনের মেমোরি অনেক সময় ফুল দেখাতে পারে। আপনাদেরকে যেটা করতে হবে এখানে গিয়ে যেগুলো অ্যাপস অদরকারি সেগুলো এপসের ডাটা ক্লিন করে দিতে হবে। এরপর আপনাদেরকে যেটা করতে হবে ফোন সেটিংস অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন নামে একটি অপশন আছে সেখানে যেতে হবে।সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যেগুলো অ্যাপস ফোনে ইন্সটল করা আছে বা আগে যেগুলো অ্যাপস ইন্সটল করা ছিল সবগুলো হিস্টরি  এখানে রয়েছে। এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে cached appগুলো এবং সেগুলো সমস্ত ডাটা ডিলিট করে দিতে হবে। এই ডেটাগুলো ফোনের অনেক জায়গা ধরে রাখে যার ফলে ফোন মেমোরি ফুল হয়ে যেতে পারে।অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফোনে একটি অ্যাপস নামানোর সময় অ্যাপসটি হয়তো কম এমবির কিন্তু পরে আস্তে আস্তে অ্যাপসটি আপডেট নিতে নিতে অনেক বেশি এমবির জায়গা ধরে নেয় ।আর সে জায়গা গুলো ক্লিন করার জন্যই আপনাকে অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে cached app data গুলো ডিলিট করতে হবে ।তাহলে আপনাদের ফোন মেমোরি অনেক টা খালি হবে ।
এরপর প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে ফোনের অ্যাপ গুলোর যে অটো আপডেট অপশন টি অফ করে দিতে হবে।এর ফলে এগুলো অটোমেটিক্যালি আপডেট নিবে না এবং ফোনের জায়গা কম নষ্ট করবে।তো মোটামুটি প্রতিমাসে ফোন এরকম ক্লিন করলে ফোনের মেমোরি ফুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আশাকরি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে ।

Related Posts

23 Comments

মন্তব্য করুন