যেনে নিন ইমেইল, এটাচমেন্ট পাঠানোর সঠিক এবং নিরাপদ নিয়ম

আসসালামুয়ালাইকুম grathor.com এর প্রিয় পাঠক পাঠিকা গন৷আশা করি আল্লাহ রহমতে ভোলো আছেন সবাই৷আজকে ধাপে ধাপে আলোচনা করব কিভাবে নিরাপদে এবং সঠিক নিয়মে ইমেইল ও এটাচমেন্ট পাঠানো যায়৷আশা করি পোষ্টি অপনাদের কাজে আসবে প্রথম জানবো কিভাবে সঠিক নিয়মে ইমেইল পাঠানো যায়৷ তাহলে চলুন শুরু করা যাক…👇👇👇👇

ইমেইল পাঠানো সঠিক নিয়ম

ইমেইল পাঠাতে হলে ইন্টারনেট ব্রাউজার চালু করে যে ওয়েবসাইটে নিজের ইমেইল ঠিকানা রয়েছে সেটিতে প্রবেশ করতে হবে৷ এক্ষেত্রে ইমেইল পাঠানো যায় তার প্রক্রিয়া উল্লেখ করা হল….

  1. প্রথমে ব্রাউজার চালু করে ইয়াহু সাইটে mail লেখা জায়গায় ক্লিক কর৷
  2. তোমার ইয়াহু আইডি ও পাসওয়ার্ড লিখে sign in ক্লিক কর৷
  3. এখন compose লেখা জায়গায় মাউস ক্লিক করে অপেক্ষা কর৷
  4. এখন to এর পাশে যাকে পাঠাবো তার ইমেইল ঠিকানা ও subject এ কিছু লিখ৷
  5. এখন send এ ক্লিক কর.তাহলেই চলে য়াবে ইমেইল ৷

এটাচমেন্ট পাঠনো

ইমেইলের সাথে যে কোনো ফাইল যেমন কোনো ডুকুমেন্ট ফাইল বা এক্সেল ফাইল বা ছবি পিডিএফ ফাইল এটাচমেন্ট দিয়ে পাঠানো যায়৷

 

কাজটি একদমই সহজ৷ উপরের প্রক্রিয়া অনুসরণ করে মেইল লেখা শেষ কর৷ এখন send বাটন এর পাশে এটাচমেন্ট আইকন টিতে ক্লিক করতে হবে৷ ফাইলটি যে location এ আছে তা নির্বাচন করি

এরপর open button এ Click করলে ফাইলটি ইমেইলের  মাঝে যুক্ত হয়ে যাবে৷ ফাইলের আকার এবং ইন্টারনেট কানেকশান গতির উপর করবে ফাইলটি এটাচ হতে কত সময় লাগবে ৷

 

ফাইল এটাচ হওয়ার পর আগের নিয়মে  send করলেই ফাইলটিসহ ইমেইলটি কাঙ্ক্ষিত ঠিকানায় পৌছে যাবে৷

 

সঠিক এবং নিরাপদ উপায়ে ইমেইল একাউন্ট হতে বের হতে হবে

ইয়াহু ইমেইল এ নিজের  একাউন্টের উপর ডানদিকে ক্লিক করলেই প্রফাইল মেনু চলে আসবে৷

সেখান থেকে sing out এ ক্লিক করতে হবে৷ এভাবে ইমেইল একাউন্ট হতে বের হওয়া নিরাপদ৷

 

ফলে ইমেইল একাউন্টও সুরক্ষিত থাকবে অর্থাৎ ইমেইল আইডি বা পাসওয়ার্ড হ্যাকিং হওয়ার সম্ভনা কমে যাবে৷

আশা করি বুজতে পারছেন৷আজকে এ পর্যন্তই৷ দেখা হবে অন্য কোনো পোস্টে ততক্ষেনে ভালো থাবেন grathor.com এর সাথেই থকবেন আল্লাহ হাফেজ ৷

 

Related Posts

11 Comments

মন্তব্য করুন