যে কোন ভাষা ট্রান্সলেট করুন

আসসালামুআলাইকুম ভিউয়ার্স
আপনারা অনেকেই হয়ত অনেক দেশের ভাষা জানেন না. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যেকোনো দেশের ভাষা বাংলাতে ট্রান্সলেট করবেন. আবার বাংলা ভাষাকে ইংলিশে ট্রান্সলেট করবেন. আপনারা চাইলে হিন্দি উর্দু চাইনিজ বাংলাদেশের ছাড়া যত দেশ আছে যত দেশের ভাষা আছে সব দেশের ভাষা কে আপনি আপনার ইচ্ছামত ট্রান্সলেট করে নিতে পারবেন.
তার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে সেখান থেকে ডাউনলোড করবেন গুগল ট্রান্সলেটর. অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করবেন এপ্রিল বাম সাইডে আপনি যে দেশের ভাষাকে ট্রান্সলেট করবেন সে দেশের ভাষার নাম টি সিলেক্ট করবেন. তারপরে ডান সাইডে আপনি যে ভাষায় ট্রান্সলেট করবেন সে ভাষা টি সিলেক্ট করবেন. তারপর নিচে একটি খালি ঘর দেখতে পাবেন সেখানে আপনি যে দেশের ভাষা ট্রান্সলেট করবেন ওই ভাষাটা লিখবেন অথবা কপি করে সেখানে পেস্ট করে দিবেন. আর অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে. তারপরে নিচে দেখবেন গো অথবা তীর চিহ্ন এরকম কিছু একটা দেওয়া আছে সেখানে ক্লিক করবেন দুই থেকে তিন সেকেন্ড লোডিং হওয়ার পরে নিচে আপনার কাঙ্খিত ভাষাটি চলে আসবে. এতে করে আপনি খুব সহজেই যেকোন ভাষা বুঝতে পারবেন মিনিটের মধ্যে. আপনি চাইলে সেখানে ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করে রেখে দিতে পারেন. ডাউনলোড করে রেখে দিলে আপনি সেটি অফলাইনে ব্যবহার করতে পারবেন মানে অফলাইনে আপনি ট্রান্সলেট করতে পারবেন. আশাকরি ট্রিকসটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ.

Related Posts