রবি তে পাচ্ছেন ১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকা তে। বিশাল ধামাকা অফার।

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ। আশাকরি সকলে অনেক ভালো আছেন।কোয়ারেন্টিন এই দিনগুলোতে যেন আমাদের নেট ছাড়া চলছেই না।অবশ্য চলবেই বা কি করে,ঘরে বসে নেট চালানো ছাড়া কি বা করবেন।তবে আরো ভাল লাগে যখন দেখেন যে নেট কোম্পানি গুলো খুব সহজে বা ছাড়ে আপনাকে নেট দিচ্ছে।তাহলে কিন্তু সময় বেশ ভালই যাবে আর ব্রাউজিং করে বেশ মজা পাবেন।এখন আসি আসল কথায়।রবি নতুন সিম ইউসার দের জন্য এসেছে দারুন একটি বাম্পার অফার।এই অফারে আপনি ১ জিবি ইন্টারনেট পাচ্ছেন মাত্র ৯ টাকা তে।আমার মনে হয় এত কম টাকা তে আর কোনো সিম কোম্পানি এমন অফার দেবে না।এটা তো গেল কম টাকা, আবার যদি মেয়াদ এর কথা শোনেন তাহলে আপনারা আরো অবাক হয়ে যাবেন।এক জিবির এই ইন্টারনেট অফার পাচ্ছেন ৭ দিন মেয়াদে। তবে সবকিছুর আগে আপনাকে নিশ্চিত করতে হবে যেন আপনার সিমটা যেন নতুন হয়।নতুন বলতে গত তিন মাসের ভেতর কেনা সিম এই অফারের জন্য কার্যকর বলে গন্য হবে।আপনারা চাইলে আপনাদের নিজেদের অফার নিজেরাই চেক করে নিতে পারবেন।নতুন বলতে গত তিন মাসের ভেতর কেনা সিম এই অফারের জন্য কার্যকর বলে গন্য হবে।আপনারা চাইলে আপনাদের নিজেদের অফার নিজেরাই চেক করে নিতে পারবেন।এই অফার চেক করতে হলে আপনাকে আপনার মোবাইল থেকে ডায়াল করতে হবে *৯৯৯* এটা ডায়াল করার পরে আপনার ফোনে অটোমেটিক এসএমএস চলে আসবে অফারের।এই অফারেই বলে দেয়া হবে আপনার জন্য স্পেশাল কোনো অফার আছে কিনা।এটা তো অন্য অফারের কথা হয়ে গেল।এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপনারা ৯ টাকা কিভাবে রিচার্জ করবেন? হ্যা আপনি হয়তো ভাবতে পারেন আমার তো বিকাশ আছে তাহলে বিকাশ থেকেই রিচার্জ করে নেই।কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে চাইলেও বিকাশ থেকে ৯ টাকা রিচার্জ করা যায় না।আপনাকে অবশ্যই মোবাইল রিচার্জ করা যায় এমন কোনো দোকান থেকে করে নিতে হবে।আর একটা ব্যাপার আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি চাইলেই কিন্তু প্রতিদিন এই অফার নিতে পারবেন না।এই অফারের আলাদা একটা মেয়াদ আছে।আপনি একবার অফার নিলেই আপনাকে সাথে সাথে জানিয়ে দেয়া হবে নেক্সট কবে আপনি এই অফার পুনরায় চালু করতে পারবেন।তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিশ দিন পর পর এই অফার নেয়া যায়।
তাহলে এখন নিশ্চই বুঝতে পারছেন এই অফার আপনি কিভাবে নিবেন,কারা কারা এই অফারের যোগ্য বলে বিবেচিত হবেন।আরো ভল হবে যদি রবি নতুন সিম কিনে রাখেন।পরবর্তীতে এর থেকেও ভাল অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হব।ততক্ষন পর্যন্ত সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।বেশি বেশি স্বাস্থ্য বিধি মেনে চলুন।আর আমার পোস্ট যদি ভাল লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণ শেয়ার করুন।

Related Posts

15 Comments

মন্তব্য করুন