রবি সিমের সকল গুরুত্বপূর্ণ কোড দেখে নিতে পারেন এখান থেকে

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনা করি। আমি আপনাদের মাঝে আরো একটি দারুন টিপস শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক।
আমি আজ যে টিপসটি শেয়ার করবো সেটা হলো রবি সিমের কিছু গুরুত্বপূর্ণ কোড । আপনারা যারা রবি সিম ব্যবহার করেন আশা করি তাদের আশা করি পোস্টটি কাজে লাগবে। আপনারা রবি সিমের সকল গুরুত্বপূর্ণ কোড দেখে নিতে পারেন এখান থেকে।

১. ব্যালেন্স চেক করতে ডায়াল করুন – *২২২#

২. ফ্রি মিনিট চেক করার জন্য ডায়াল করুন – *২২২*৩# বা *২২২*৪#

৩. রবি সিমের মেগাবাইট দেখার জন্য – *৮৪৪৪*৮৮#

৪. ইজি মেন্যু চেক করতে ডায়াল করুন- *১৪০#

৫. হেল্পলাইন এর জন্য- ১২৩ বা ০১৮১৯৪০০৪০০

৬. আপনার সমস্যা লিখে পাঠান ৮১২৩

৭. কল ইনফো সেন্টার এর জন্য – ১২০০

৮. নিজের নাম্বার চেক করার জন্য – *১৪০*২*৪#

৯. ইন্টারনেট প্যাকেজ এর জন্য- *৮৪৪৪# বা *১৪০*৭# বা ৮৪৪৪

১০. এফএনএফ মেনু এর জন্য- *১৪০*৫#

১১. বিভিন্ন প্যাকেজ সম্বন্ধে জানতে – *১৪০*২৪#

১২. ব্যালেন্স ট্রান্সফার করতে- মেসেজ অপশনে গিয়ে টাকার পরিমাণ লিখে ১২১০****** এ পাঠান

১৩. আজকের অফার জানতে ডায়াল করুন – *৯৯৯# বা *৯৯৯*১#

১৪. আপনার সিমটি বন্ধ সিমের আওতায় কিনা তা জানতে আপনার মেসেজ অপশনে গিয়ে A টাইপ করে পাঠিয়ে দিন 8050 তে

১৫. বর্তমান প্যাকেজ দেখতে ডায়াল করুন- *১৪০*১৪#

১৬. রবি রেডিও এর জন্য- ৮০৮০

১৭. রবি গুনগুন- *১১১# বা ১১১

১৮. কমপ্লেইন সেন্টার- ১৫৮

১৯. ইমারজেন্সি ব্যালেন্স আনতে ডায়াল করুন- *৮৮১১*১#

২০. ইমারজেন্সি ব্যালেন্স বন্ধ করতে ডায়াল করুন- *৮৮৮১১*২#

২১. সর্বশেষ রিচার্জ জানতে- *৭৭৭#

২২. রিফিল বা রিচার্জ করতে – *১১১* কার্ড নাম্বার #

২৩. ৫০ টাকায় ২৫ এমবি কিনতে – *৮৪৪৪*২১#

২৪. ব্যালেন্স চেক করতে ডায়াল করুন – *২২২*১৬#

২৫. রবি সিম ৪ জি সমর্থিত কিনা- *১২৩*৪৪#

২৬. রবি কল এর ওয়েটিং কোড *৪৩#

২৭. রবি কল ওয়েটিং বন্ধ করতে- #৪৩#

২৮. ইনকামিং কল বন্ধ করতে – *৩৫*০০০০#

২৯. ইনকামিং কল চালু করতে – #৩৫*০০০০#

৩০. আউটগোয়িং কল বন্ধ করতে- *৩৩*০০০০#

৩১. আউটগোয়িং কল চালু করতে- #৩৩*০০০০#

৩২. এসএমএস চেক কোড – *২২২*১১#

সর্বশেষ এইটুকুই বলতে চাই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। অন্য একটি নতুন পোস্ট নিয়ে আবার হাজির হবো । সবাই ভালো থাকুন।

Related Posts

12 Comments

মন্তব্য করুন