রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিসিএস পরীক্ষার্থীদের যা জানতেই হবে

বিসিএস প্রিলিমিনারিতে বাংলা ভাষা ও সাহিত্য থেকে ৩৫ নম্বরের প্রশ্ন থাকে। এই ৩৫ নম্বরের মধ্যে প্রতিবারই কবি-সাহিত্যিক থেকে বেশ কয়েকটা প্রশ্ন এসে থাকে। তাই ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের নিয়ে থাকছে আমাদের আয়োজন। আজকে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর গুরুত্বপূর্ণ তথ্যবলী:

রবীন্দ্রনাথ ঠাকুর

১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতা-মাতার কততম সন্তান? উঃ চতুর্দশ সন্তান।

২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উঃ তের বছর বয়সে।

৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? উঃ হিন্দু মেলার উপহার।

৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উঃ কবি-কাহিনী (অপশনে ‘কবি-কাহিনী’ না থাকলে উত্তর হবে ‘বনফুল)।

৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? উঃ বৌ ঠাকুরাণীর হাট।

৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? উঃ বাল্মীকি প্রতিভা।

৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম কি? উঃ বিবিধপ্রসঙ্গ।

৮। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? উঃ ভিখারিণী।

৯। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পগ্রন্থের নাম কি? উঃ ছোটগল্প ।

১০। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উঃ ভানুসিংহ ঠাকুর।

১২। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? উঃ ১৯১০ সালে।

১৩। গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরষ্কার পান? উঃ ১৯১৩ সালে।

১৪। ‘গীতাঞ্জলি’ কাব্যে গানের সংখ্যা কত? উঃ ১৫৭টি।

১৫। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে? উঃ ইংরেজ কবি ডব্লিউ.বি. ইয়েটস্।।

১৬। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি কি? উঃ ভানুসিংহ, গীতাঞ্জলি, প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত, বিচিত্রা, পূরবী, শ্যামলী, মহুয়া, সোনার তরী, খেয়া, হিন্দুমেলার উপহার, ক্ষণিকা, নবজাতক, জন্মদিন, আরোগ্য, কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, বলাকা, গীতালি, কল্পনা, কড়ি ও কোমল, শেষ লেখা ইত্যাদি।

১৭। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাসগুলো কি কি? উঃ শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, চার অধ্যায়, রাজর্ষি।

১৮। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? উত্তরঃ উপন্যাস।।

১৯। ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ এই লাইনটি রবীন্দ্রনাথের কোন কবিতার? উত্তরঃ সোনার তরী।

২০। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য নাটকগুলো কি কি? উঃ বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকরবী ও তাসের দেশ।

২১। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রবন্ধগুলো কি কি? উত্তরঃ কালান্তর, সভ্যতার সংকট, পঞ্চভূত, মানুষের ধর্ম, সাহিত্য।

২২। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসগুলো কি কি? উঃ “গোরা’ ও ‘চার অধ্যায়।

২৩। রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক উপন্যাসের নাম কি? উঃ রাজর্ষি (কিন্তু রজনী’ বঙ্কিমচন্দ্রের মনস্তাত্ত্বিক উপন্যাস)।

২৪। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? উঃ ‘আমার ছেলেবেলা’ ও ‘জীবনস্মৃতি’ । (তবে জীবন কথা’ কবি জসীম উদ্দীনের আত্মজীবনী)।

২৫। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী? উঃ শেষ লেখা।

২৬। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কী? উঃ পুনশ্চ।

২৭। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? উঃ বসন্ত (গীতিনাট্য)।

২৮। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সংকলনের নাম কী? উঃ সঞ্চয়িতা। (কিন্তু সঞ্চিতা’ হলো কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন)।

২৯। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্র’ কাকে লেখা চিঠির সমাহার? উঃ ইন্দিরা দেবী।

৩০। রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত বাসায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী? উঃ ঘরে বাইরে।

৩১। রবীন্দ্রনাথ ঠাকুরের অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম নাটকের নাম কী? উঃ বিসর্জন।

৩২। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর রচিত গ্রন্থের নাম কী? উঃ শব্দতত্ত্ব।

৩৩। রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইটহুট’ উপাধি লাভ করেন কবে? উঃ ১৯১৫ সালে।

৩৪। রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইটহুট’ উপাধি বর্জন করেন কবে? উঃ ১৯১৯ সালে। জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে।

৩৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট’ উপাধি দেয়া হয় কবে?

উঃ ১৯৩৬ সালে।

তথ্যসূত্র: বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস।

Related Posts