রাগী মানুষ নিয়ে উক্তি

রাগ হলো একটি মানুষের মানসিক আবেগ। এই যান্ত্রিক জীবনে মানুষের দুঃখ কষ্ট বাড়ার সাথে সাথে রাগটাও বেড়েছে। প্রতিনিয়ত বিশ্বব্যপী রাগী মানুষের সংখ্যা বেড়েই চলেছে দিনদিন। পৃথিবীর ক্ষুদ্র প্রানী থেকে শুরু করে মুনুষ্য প্রজাতির সবার কম বেশি রাগ রয়েছে। প্রিয় বন্ধুরা,আজ আমি রাগী মানুষ নিয়ে উক্তি আপনাদের মাঝে শেয়ার করছি।

রাগী মানুষ নিয়ে উক্তি-

১.রাগ অবশ্যই খারাপ জিনিষ,কিন্তু রাগী মানুষের মন অতটা খারাপ নয়।

২. রাগী মানুষেরা কথা দিয়ে কথা রাখে,তারা খুব সহজেই বিশ্বাসঘাতকটা করেনা।

৩.যে মানুষের যত বেশি রাগ থাকে তার ভালোবাসা পরিমানটাও তত বেশি হয়।

৪. সাধারনত এক মানুষকে চেনা বড় কঠিন কাজ কিন্তু রাগী মানুষদের সহজে চেনা যা্য়।

৫.রাগী মানুষের মন খুব সুন্দর হয়,তাদের থাকে নিজস্বতা, প্রবল ব্যক্তিত্ব ও আত্বসন্মানবোধ।

৬.রাগী মানুষের মন ভিতরে যেমন,বাইরেও তেমন। তাদের মনের ভেতর ও বাইরে একটি স্বচ্ছ আয়না থাকে। তাই মনে কি লুকিয়ে আসে সহজেই দেখা যায়।

৭. রাগী মানুষের সবচেয়ে ভালো দিক হলো,এরা মনের কথাগুলো গরগর করে বলে দেয়। শত্রুর সাথেও কনো কিছু গোপন রাখেনা।

৮..যে মানুষের রাগ বেশী হয়, সে মানুষ কে ভালোবাসেও তত বেশী। আর তার মন ও হয় সাফ।-হযরত আলী (রাঃ)

৯.রাগী মানুষেরা অন্য মানুষের সাথে কথা্ কাটাকাটি,ঝগড়া বিবাদ হলেও তারা সহজে ভুলে যায়। পরে অনুতপ্ত হয়,অনুশোচনায় ভোগে।

১০. রাগ মানুষের লজ্জা কমিয়ে দেয়। তাই রাগী মানুষেরা একটু লজ্জা কম পায়।

পরিশেষে বলবো,অতিরিক্ত রাগ মানুষের ক্ষতি ডেকে আনে। রাগী,বদমেজাজি মানুষদের সমাজে খুব একটা ভালো দৃষ্টিতে দেখা হয়না। নবী মোহাম্মদ বলেছেন, “শক্তিশালী সে নয় যে কাউকে কুস্তিতে পরাজিত করে, প্রকৃত শক্তিশালী সেই, যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছে।”তাই সকলকে রাগ পরিহার করা দরকার। প্রকৃত জ্ঞানী ও গুনী ব্যক্তিদের রাগ কখনও প্রকাশ পায় না।

Related Posts