লাল সবুজের বাংলা

বাংলাদেশ , এটা টা লাল সবুজের দেশ, এটা বিশ্বের মধ্য ছোট এবং জন বহুল দেশ নামে পরিচিত, এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন ,

এই দেশটা ৩০ লাখ মানুষের রক্তে স্বাধীন করা,  যার ঋন আমরা কখন শোধ করতে পারবনা , আমরা শহিদদের কাছে চির ঋনী, আমাদের মাতৃভাষা বাংলা , এটা এমন একটা ভাষা যে ভাষার জন্যও আমাদের জীবন দিতে হইছে , আর এটা সারা বিশ্বে সরনীয়,

এই দেশটার কিছু অপুরূব গুন আছে , যা লিখতে গেলে কয়েক মাস সময় লাগবে তবুও হয়তো শেষ করতে পারবনা ,

বাংলাদেশ হলো লাল সবুজের সমারোহের দেশ,  সবুজ গাছ গাছলির লতা পাতায় অপূরুপ সোন্দৌযে ভরা, এটা কৃষি প্রধান দেশ ,এখানে ৭০%  মানুষ কৃষি কাজ করে জিবিকা নির্বাহ করে থাকেন,
এই দেশটা বিশ্বের মধ্য পাঠ উৎপাদনে প্রথম স্থানে আছে , এখানে প্ররচুর পোষাক শিল্ল্প ও আছে , যা এই দেশের আয়ের একটা বিরাট অংশ,

এই দেশটা মৎস রপ্তানিতেও শীর্ষে রয়েছেন যা এই দেশের আয়ের একটা বিরাট অংশ,

এখানে মানুষেরা খুব সুখী ভাবে জীবন যাপন করে , আর এই দেশের মানুষদের মন অনেক উদারর, এরা একে অপরের সহযোগীতায় কেউ কখনও পিছু পা হয়না,  বিশ্বের মধ্য গরীব দেশ হলেও উন্নয়নের দিকে শীর্শে রয়েছেন,

এই দেশে রয়েছে একটা সুন্দর বন , যেখানে রয়েছে না রকম জীব জন্তু এবং রয়েছে রয়েল বেঙ্গল টাইগার ও, সবুজ আর চারদিক নানা প্রানী নিয়ে এই বনের সৌন্দয্য টায় অন্য রকম ,

এটা একটী নদীমাতৃক দেশ , এই লাল সবুজের দেশে ৭০০ টির ও বেশী নদী রয়েছে, এসব নদীতে প্রচুর পরিমানে মমাছ হয় , যে মাছ এইদেশের আমিষের চাহিদা মিঠিয়ে থাকে ,

এটা শুধু এই দেশের আমিষের চাহিদাই মিঠায় না, এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে মাছ, যা দারা প্রচুর বৈদাশিক মূদ্রা অর্জন করে থাকে, এটা এই দেশের আয়ের একটা বিরাট অংশ, এই দেশে অনেক মানুষ আছে যারা মাছ ধরে জিবিকা নির্বাহ করে থাকে,

এটা গনতান্তিক দেশ, যেখানে জনগনের মতামত দিয়ে রাষ্ট পরিচালনা করা হয়ে থাকে, এখানে মানুষ স্বাধীন ভাবে মানুষের মতামত ও তাদের ইচ্ছা পোষন করে থাকেন, এখানে আইনের যথাযথ সু ব্যবস্থা আছে, তবে কিছু কিছু পয়শা ওয়ালা মানুষ রা তাদের টাকার জোরে আইনের ফাক দিয়ে বের হয়ে যায়, সে যাই হো আজ আইন কানুন নিয়ে কিছু লিখতে চাইনা, সবই আমাদের লোভ লালসা,

 

আমি বাংলায় জন্মেছি,
বাংলায় মরতে চাই,
এটাই আমার জন্মভূমি,
এটাই আমার মরন ভুমি,
এটা আমার লাল সবুজের দেশ,

ছোট একটা অগোছালো কবিতার কিছু লাইন দিলাম, আমি বাংলা জন্মগ্রহন করার কারনে গর্বিত, কারন এর মতো সৌর্দযের দেশ আর হয়না,

এটা একটি মুসলিম রাষ্ট, এছাড়াও এখানে রয়েছে নানা ধর্মের মানুষের বাস, সবাই সবার ধর্ম স্বাধীন ভাবে পালন করে কেউ কাউকে বাধা দেয়না, সবাই স্বাধীন মনে খায় দায় আর ঘুরে বেড়ায়, এখানে মানুষরা বিশ্বের কাছে খুবই সাধারন হিসেবে বেচে থাকে,

যাক বাংলা নিয়ে অনেক লিখলাম গভীর রজনীতে, আমার লাল সবুজের বাংলা নিয়ে অনেক লিখলাম আগেই বলেছি যে এই সোনার লাল সবুজ বাংলা নিয়ে লিখে শেষ করতে পারবনা,

বাংলার মানুষ বাংলার সৌন্দয্য কখনও শেষ হবার না, এর অর্পূব সৌন্দয্য চির জীবন থাকবে,
যা অফুরন্ত ভালবাসায় লাখ লাখ কোটি মানুষের হৃদয়ে স্পন্দনে রয়েছে, আর যা আজিবন থাকবে মানুষের প্রানে,

আমি ছোট মানুষ, ডিপ্লোমা ইন মেডিকেল স্টুডেন্ট, গভীর রাতে ঘুম জেগে লিখলাম,
ভুল ত্তুটি হলে খমার দৃষ্টিতে দেখবেন,
সুস্থ থাকুন, এই কামনা রইল,

আল্লাহ হাফিজ,

Related Posts

12 Comments

মন্তব্য করুন