কাশফুল নিয়ে ফানি ক্যাপশন, শরতের কাশফুলের মাঝে হারিয়ে যাওয়ার ঠিকানা

এই জঞ্জাল ভরা কংক্রিটের শহরে আপনার কি একঘেয়েমি ধরে গিয়েছে | এই কংক্রিটের শহর থেকে একটু বের হয়ে কি ঢাকার কাছেই নিশ্চুপ নিঝুম জায়গায় কিছুটা সময় কাটাতে চান | তাহলে আর দেরি কেন ? ঢাকার ভিতরেই একটু আগালেই আপনি পাবেন স্বস্তির নিশ্বাস |

শুধু তাই নয় চোখ মেললেই দেখতে পাবেন মেঘের মতো কাশফুল ঘিরে আছে আশপাশ | হ্যাঁ হয়তো এতক্ষনে অনেকে জায়গাটার নাম অনুমান ও করে ফেলেছেন | জায়গাটা হচ্ছে দিয়াবাড়ি | ঢাকার উত্তরা বিমানবন্দরের কাছেই দিয়াবাড়ি অবস্থিত | মাঝে মাঝেই দেখতে পাবেন আপনার মাথা ছুঁই ছুঁই করে উড়ে যাচ্ছে বিমান | ঘন কাশফুলের মাঝে দাঁড়িয়ে সেই দৃশ্যটি দেখতে সব থেকে চমৎকার লাগে |

আশেপাশেই আছে চটপটি ফুচকার গাড়ি | শীতল বাতাসের মাঝে বসে বিস্তৃত কাশফুলের মাঠ কে সামনে রেখে খেয়ে নিতে পারেন টক ঝালে ভরপুর চটপটি |

কাশফুলের মাঠের ওপর পাশেই আছে লেক | লেকে আছে ওয়াটার বোট আপনি ইচ্ছা করলে ঐ বোট ও চড়তে পারেন | প্রিয়জন কে নিয়ে উপভোগ করতে পারেন কিছু সময় | তবে কাশফুল দেখতে হলে অবশ্যই শরৎকালে যাবেন | অন্য ঋতুতেও যেতে পারেন কিন্তু শরৎকালে দিয়া বাড়ির সৌন্দর্য বেড়ে যায় অনেকাংশে | আর শরৎকালে কাশফুলে ছেয়ে যায় চারদিক তাই দেখতে আরো সুন্দর দেখায় |

আসার সময় হাতে করে নিয়ে আসতে পারেন মেঘের মতো সাদা এক মুঠো শরতের কাশফুল |

Related Posts

8 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন