শিক্ষার্থী হিসাবে আমাদের করণীয়।

 

আমরা অনেকেই  শিক্ষার্থী। আমাদের অবশ্যই কিছু বৈশিষ্ট থাকা জরুরি শিক্ষার্থী হিসেবে। শুধু স্কুলে ভর্তি হলেই শিক্ষার্থী হওয়া যায়না। যে নিয়মিত লেখাপড়া করে এবং শেখার প্রতি আগ্রহী বা যত্নশীল থাকে তাকে শিক্ষার্থী বলা হয়। একজন প্রকৃত শিক্ষার্থীর কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক চলুন দেখে আসি একজন শিক্ষার্থীর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট।

১, অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাইরে যাওয়া।

২,শ্রেণিকক্ষে বা অন্য কোথাও শিক্ষকের সাথে দেখা হলে সাথে সাথে দাঁড়িয়ে সম্মান করা্রী।

৩,শরীল ও পোশাক-পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা শ্রেণিকক্ষ বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার রক্ষা করা ।

৪,নিয়মিত শ্রেণীতে উপস্থিত থাকা সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা।

৪,সবসময় শিক্ষকগণের সাথে নম্র ভদ্র ও উত্তম আচরণ করা।

৫,শিক্ষকের-শিক্ষা মনোযোগ সহকারে পালন করা ।

৬,সাক্ষাৎ হলে দিয়ে তাদের খোঁজ খবর নেওয়া শিক্ষকগণের আদেশ নির্দেশ মেনে চল্‌

৭,সুশৃংখল জীবন-যাপনে অভ্যস্ত হওয়া ।

৮,সর্বাবস্থায় শিক্ষকের কল্যাণ কামনা করা ও মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা।

৯,কোন অবস্থাতেই কারো সাথে অভদ্র আচরণ না করা।

১০,শিক্ষকগণ অপছন্দ করেন এমন কাজ না করা।

১১,জীবনে প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা।

১২,শেখার প্রতি উৎসাহী শিক্ষকদের সাহচর্যে থাকার চেষ্টা করা ।

১৩,সবকিছু বুঝে শুনে পড়া না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা।

১৪,শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করেন তা লিখে নেওয়া।

১৫জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা ।

১৬,পরের দিনের পড়া পূর্বের দিন দেখে ক্লাসে যাওয়া ।

১৭,প্রতিদিন পড়া নিয়মিত ভাবে আয়ত্ত করা। এসব মেনে  আমরা একজন শিক্ষার্থী হতে পারি।

Related Posts

28 Comments

মন্তব্য করুন