শিল্পিদের মতো গান বলা খুবই সহজ। গান বলবেন আপনি মিউজিক দিবে এটা। ছবি সহ দেখে নিন কিভাবে আপনি শিল্পিদের মতো গান গাইবে।

আসসলামু আলাইকু

কেমন আছেন বন্দু-গন?? আসা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।

##আমি আজ আপনাদের মাঝে একটি অসাধারন পোস্ট নিয়ে হাজির হলাম।
আমাদের মাঝে এমন অনোক লোক আছেন জারা গান শুনতে ভালোবাসেন, আবার অনেকে গান শুনতে শুনতে শ্বপ্ন দেখে ফেলেন। ভাবেন এই গানটি যদি আমি গাইতে পারতাম, কিন্তুুক আপনার এই স্বপ্ন কি কখনো সত্য হবে? হ্যা, বন্দু-গন আপনার দেখা এই স্বপ্নটি সত্য করার জন্য আজকে আমার এই পোস্টি লেখা হয়েছে।
আপনারা শিল্পির মতোন গান গাইতে পারবেন।
### তবে আপনারা জারা আমার পোস্ট-টি পরতেছেন তাদের বলে রাখি প্রত্যকটি কথা আপনারা মনোযোগী হয়ে পরবেন।

প্রথমে আপনারা শিল্পি হওয়ার জন্য যেই কাজগুলি করতে হবে।

#আপনি আপনার মোবাইল ফোন স্কিনে চলে আসবেন, অবশ্যই ইন্টারনেট কানেকশন করে রাখবেন।
এবার আপনার ফোনে থাকা প্লেস্টর এ চলে আসবেন, খোজ করবেন Starmekar app এপ্সটি এবং সেটি ডাউনলোড করে অপিন করে নিবেন।

#এবার আপনি চাইলে জিমেইল অথবা ফেসবুক একাউন্ট দিয়ে রেজিস্টার হতে পারবেন, তবে আমি বলবো আপনার জিমেইলের মাধ্যেমে রেজিস্টার হয়ে যেতে।

##এবার আপনি আপনার নাম, পার্সওয়াড দিয়ে ওকে দিয়ে দিন। আপনার স্বপ্ন শিল্পি হবার তাইনা??
এবার আপনি শিল্পিদের মতোন গান গাইতে হলে যেই কাজটি করতে হবে।।
#আপনি যেই গানটি গাইতে চান যেমন: তোর মনের পিন্জিরায়। এই গানটি আপনি গাইতে চান তাহলে এখানে, গানটি লিখে খোজ করবেন।

খোজ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন একটি গান অনেক অনেক লোকে গাইছে, তো আপনারা এই Sing এটার উপর
উপর ক্লিক করবেন এবার শুরু করুন সেখানে ক্লিক করুন এবার ১০০% না হওয়া পযন্ত অপেক্ষা করুন, মনে রাখবেন আপনার ইন্টারনেটের যতো নেট কানেকশন ভালো হবে তত আপনার কাজ করা সুবাধাজনক হবে।
১০০% হয়ে গেলে ওকে ক্লিক করুন।
এবার গানের সাথে সাথে আপনি তাল মিলিয়ে গান গাইতে থাকুন।
এর গান শেষ হবার পর ওকে তে ক্লিক করুন তাহলে আপনার গাওয়া গানটি সেভ করে নিন।
এখন আপনি মেনুতে গেলে আপনার গাওয়া গানটি দেখতে পাবেন।

আশা করি পোস্ট টি সবার ভালো লেগেছে। আপনাদের যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়, বা কোন কিছু জানার থাকে কমেন্ট করবেন। অবস্যই আমরা কমেন্টে আপনার করা প্রশ্নর উওর জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
এবং আপনারা কি রকম পোস্ট পেতে চান?
তা অবশ্যই কমেন্টে জানাবে।

আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রোপে জয়েন্ট হতে পারেন। এখানে ক্লিক করুন

লেখক: মুহাম্মাদ সজিব/Love.com
তো বন্দু-গন আজকের মতো এই পযন্ত দেখা হবে পরবর্তি পোস্ট-তে। সেই পযন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
(আল্লাহ হফেজ)

Related Posts

9 Comments

মন্তব্য করুন