শীতের মতো আনন্দ অন্য কোনো ঋতুতে নেই,,,

আসসালামু আলাইকুম,,
বাংলাদেশের ছয় ঋতুর রুপ অপরুপ সুন্দর,,আমাদের দেশে যে ছয় ঋতু আছে,অন্য কোনো দেশে এই ছয় ঋতু নেই,তাই বলা যায় আমরা অনেক ভাগ্যবান,আমাদের দেশের ছয় ঋতু তাদের রুপে আমাদের মুগ্ধ করে দেয়,বলা যায তাদের প্রতিটি ঋতুর রুপ অনেক সুন্দর তবে শীতঋতু একটু বেশীই সুন্দর,আর মুগ্ধকর,,
আমাদের দেশে শীত আসে হেমন্ত ঋতুর পরে,আর এই শীতের কিছু জভালো আবার কিছু খারাপ দিকও আছে,ভালো দিকগুলো হলো,
এই শীতে অনেক ফলমুল আর শাক-সবজি পাওয়া যায়,খেজুরের রস পাওয়া যায়,এসময় পিঠাপুলির ধুম পরে যায়,কত রকমের পিঠা তৈরী হয় এসময়,শীতের সকালে কুয়াশা ভরা সকালে শীতল বাতাস শরীর শিহরিত করে,ঘাসে ঘাসে শিশির জমে,সবাই কত না আনন্দ করে,বিশেষ করে গ্রামে এসময় চায়ের দোকানে খুব ভির হয়,চাষিরা কুয়াশা ভরা সকালে লাঙল নিয়ে বেরিয়ে পরে মাঠে,এসময় আকেকটা আনন্দ হয় সেটা হচ্ছে শীতের নতুন পোশাক পরার আনন্দ,নানা রঙের রঙিন পোশাক পরে এক অন্যরকম অনুভূতি হয়,আবার বিদ্যালয়ে থেকে বিভিন্ন স্থানে শিক্ষাসফর এ যাওয়া হয়।

আবার শীতের খারাপ দিকগুলো হচ্ছে,,
এসময় শীতের কুয়াশার কারনে রাস্তায় অনেক দূর্ঘটনা ঘটে থাকে,শীতের পর্যাপ্ত পোশাক না থাকায় অনেকে অসুস্থ হয়ে যায় বা কেউ কেউ মারাও যায়,তাই শীতে গরীবদের খুব কষ্ট হয়,এছাড়া শীত ঋতুর অনেক ভালো ও খারাপ দিক রয়েছে।এসময় গাছের পাতা ঝড়ে যায়,বাংলাদেশের প্রতিটা ঋতু ২ মাস করে থাকে।আমাদের দেশের জলবায়ু আমাদের এই ঋতুগুলোর ওপর নির্ভর করে।তাই আমাদের উচিত এই ঋতুগুলো রক্ষণাবেক্ষন করা,কারন এগুলো যদি হারিয়ে যায় তাহলে আমাদের দেশে অনেক বিপর্যয় নেমে আসবে,আমাদের দেশে এই ঋতুগুলো এক বিশেষ ভূমিকাহ পালন করে।যদি আমাদের দেশে এই ঋতুগুলো না থাকতো,তাহলে হয়তো আমরা এই সুন্দর মমোরম পরিবেশগুলো উপভোগ করতে পারতাম না,এই সুন্দর জলবায়ু পেতাম না,পরিবেশের এই ভারসাম্য পরিবেশ থাকতো না,আবার এই ঋতুগুলোর ওপর আমাদের দেশের অনেক শাক-সবজি ও ফলমূলের আবাদ হয়।যদি এই ঋতুগুলো না থাকতো তাহলে হয়তো আমরা এই সুস্বাদু বিভিন্ন খাবার আর ফলমূল পেতাম না।প্রতিটি ঋতুতে কোনো না কোনো বিশেষ কোনো ফল বা শাক-সবজি হয়।তবে আমাদের দেশে গ্রীম্ম আর শীত এই ২ টা ঋতুর প্রভাব বেশী থাকে।অন্য ঋতুগুলো আসে তবে তাদের প্রভাব বেশী বোঝা যায় না।আমরা সবসময় বুঝে থাকি গ্রীম্ম আর শীত এই ২ টাই আমাদের দেশে ঋতু,কিন্তু এই গ্রীম্ম আর শীত আমাদের দেশের প্রধান ২ টি ঋতু।এই ঋতুগুলো শুধু আমাদের দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করে না,বরং এই ঋতুগুলো আমাদের জীবনেও অনেক পরিবর্তন নিয়ে আসে,কারন একেক ঋতুর সময় অনেক কর্মসংস্থানও পাওয়া যায়।যার ফলে আমাদের জীবনেও কিছুটা হলেও এই ঋতুগুলো ভূমিকা রাখে।আমাদের উচিত এই ঋতুগুলো রক্ষা করা এবং এই ঋতুলোর সুন্দর পরিবেশগুলো উপভোগ করা।আর এই ছয়টি ঋতুকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষণাবেক্ষণ করা এবং সবাইকে সচেতন করা।

Related Posts