শুধু তুমিই পারবে নিজের চেষ্টায়

আজ ২০ তম জন্নদিন তোমার।যাদের আাজকে বার্থডে তাদের সবাইকে হ্যাপি বার্থডে। আছা বলতো ২০ বছর এ কী কী সফলতা র্অজন করলে।মনে মনে বলছো হইতো কিছুই না।কেন ২০ বছর ধরে যে বেঁচে আাছো এতা কী সফলটা না? তুমি হরতো পরীক্ষায় জিপিএ ৫ পাওনি, হয়তো পাবলিক ভার্সটিতে চান্স না পেয়ে প্রাইভেট ভর্সটিতে ভর্তি হয়েছো।এখম অনেক আফসোস করছো ইস একটু যদি ভালো করে পরতাম।আরে যা পেয়েছো যেখানে পরছো এতটা খারাপ না। যা হয়েছে বাদ দাও এখন ভাবো তুমি সামনে কী করতে চাও। নিজেকে আার ব্যাথার কর। আমাকে যদি বন্ধু ভেবে খাকো আমি যা বলি তাই করবে তো। আমি জানি তুমি করবে। যাও তো আয়না সামনে দাঁড়াও দেখছো তুমি কতটা সুন্দর তোমার মনের মতন।এবার চোখ বন্ধ কর একটা লম্বা নিশ্বাস নাও আার আস্তে করে ছেড়ে দাও।নিজের মনের কোণে লুকিয়ে থাকা ইচ্ছাগুলো বের করে নিয়ে আসো।আর তা তারাতাড়ি খাতায় লিখে নাও। শুরু কর নিজের মনের চাওয়া পাওয়া পূরণ করার কাজ। প্রতি দিন নতুন করে বাঁচতে শিখো। তোমার বেঁচে থাকার অক্সিজেন গুলো খুজো আর যা তোমার মনটা খারাপ করে দেয় তা কার্বনডাই-অক্সাইড ভেবে ত্যাগ করে দাও। খুঁজো তুমি কে। সব কষ্ট,জীবনে না পাওয়া ভুলে যাও। কী চাও কী করতে চাও খুঁজে নাও। কী চাই তোমার মন। ভেসে যাও তোমার স্বপ্নের জগতে। রং তুলি দিয়ে রঙ্গিন করে পেল সাদা কালো অংশ। ও হ্যা মনে রেখ যাই কর না কেন নিজের খুশির জন্য অন্য কাউকে কষ্ট দিও না। সবাইকে ভালোবেসে আপন করে নাও। ভালোবাসা দিও জয় করে নাও সবার মন। হবি তুমি জয়ী। দুঃখ, কষ্ট, বেদনা সব ঝেড়ে পেল মন খেকে। থাক না কিছু না পাওয়া, কিছু ভুল হয়েছে হয়তো। পরিপূর্ণতায় জীবনের মানে বুঝা যায় না।অপূর্ণতা ই জীবনের শিক্ষা দেয়।অনেক তো কেঁদেছো এবার হাসতে শিখো।তোমার হাসি ছড়িয়ে দাও সবার মাঝে। একটা বড় দেওয়াল সাজিয়ে রেখো তেমার তিলতিল করে গড়ে ওঠা সেই তুমি। প্রতিদিন না একটা অবশ্যই সেলফি কিল্ক করবে।কারণ প্র্যতেক দিন ই এক একটা স্মৃতি। যেদিন নিজেকে চিনে যাবে ওইদিন ই তোমার সফলতার দিন। ভয় পেও না। তুমি আছো নিজের সাথে। তুমি পরিশ্রমী হলে সফলতা শুধু তোমার।ভাবছ যে কথা থেকে শুরু করবে! শেষ থেকে শুরু কর। যেখানে শেষ সেখান থেকেই শুরুর সৃষ্টি । নিজকে আগলে রাখতে হবে। মনে রাখবে কঠিন পরিশ্রমই হলো আসল রহস্য। আর কোন পথ নেই। কঠিন পরিশ্রমী মানুষকে কেউ সফল হওয়া থেকে ঠেকিয়ে রাখতে পারে না!যে ব্যাক্তি বলেন,’আমি পারি’কথাটা তিনি দক্ষ মানুষ,শতকরা নব্বই ভাগ জয়ই তার মুঠোর মধ্যে।তাই ‘আমি পারি’কথাটা আসে ‘আমি করব’কথাটার ঢের আগে।
পারবে তুমিও

Related Posts

11 Comments

মন্তব্য করুন