ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট-

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,

প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন?

আশা করি ভালো আছেন,সুস্থ আছেন।

বরাবরের মতোই আজকেও আমি আপনাদের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কতৃক ২০২১ সালে শিক্ষা -প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার ৩য় সপ্তাহের শ্রেণি র গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর আমার এই পোস্ট টে পেয়ে যাবেন।

সকল ধরনের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর পেতে grathor.com এর সাথে থাকুন

অ্যাসাইনমন্ট বা নির্ধারিত কাজ-

১. তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লিখ।
২. নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কি কি কাজ করে তা উল্লেখ কর।

শোবার ঘর,ড্রইং রুম,রান্না ঘর, খাবার ঘর, পড়ার ঘর,বাথরুম।

উত্তর –

প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হলো গৃহ। গৃহের ভিতরে ও বাইরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহ পরিবেশ।
গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো হলো: ১. বিভিন্ন ঘর বা কক্ষ
২. বারান্দা
৩. ছাদ
৪.আঙিনা ইত্যাদি

উত্তর-২

নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরিণ স্থানগুলো হলো: শোবার ঘর, ড্রয়িংরুম, রান্না ঘর, পড়ার ঘর, বাথরুম।

স্থানের বিন্যাস|স্থানের নাম| সম্পাদিত কাল আনুষ্ঠানিক স্থান| ড্রইংরুম খাওয়ার ঘর এখানে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতা রক্ষা করি। আমাদের গৃহে অতিথি, বন্ধুবান্ধব এলে আমরা আনুষ্ঠানিক স্থানগুলোতে তাদের অভ্যর্থনা জানায়, আপ্যায়ন করি।

শোবার ঘর পড়ার ঘর এখানে আমরা আনুষ্ঠানিক ব্যক্তিগত বা একান্ত কাজটি করে থাকি

এখানে আমরা বিশ্রাম নেই ঘুমাই, পড়াশোনা করি সাজসজ্জা করি ইত্যাদি।এই স্থানগুলোতে শুধুমাত্র পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে।

রান্নাঘর,বাথরুম

এই স্থানে প্রতিদিন গৃহের বিভিন্ন ধরনের রান্না করা হয়ে থাকে। রান্নার কাজের মধ্যে রান্নার জন্য প্রস্তুতি রান্না করা রান্নাঘরে হয়ে থাকে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পর কাপড়চোপড় ধোয়া, করা, দরজা জানালার গ্রিল, বাথরুমে টয়লেট করা ইত্যাদি পরিষ্কার করা ও গোসল।

ধন্যবাদ।

grathor.com এর সাথে থাকুন।

Related Posts

1 Comment

মন্তব্য করুন