সকল সিমের অফার কোড

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছো,নিশ্চয়ই ভালো।আমিও ভালও আছি,পোস্টের এর শুরুতে তোমাদের সবাই কে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

আজকের বিষয় সকল সিমের প্রয়োজনীয় কোড গুলো দেখে নিন।

গ্রামীণ সিমের প্রয়োজনীয় কোড
মেইন বেলেন্স চেক —-*566#
মিনিট বেলেন্স চেক—-*566*24#/*566*20#
ইন্টারনেট বেলেন্স চেক–*121
নিজের নাম্বার চেক কোর্ড–*2#
এম বি(MB) কেনার কোর্ড–*121*3#
এস,এম,এস(SMS) চেক–*566*2#
এম,এম,এস(MMS) চেক–*566*14#
অফার চেক কোর্ড——–*121*5#
পেকেজ চেক কোর্ড——-*111*7*2#
কাস্টমার সার্ভিস নম্বর —-121

বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড
মেইন বেলেন্স চেক —-*124#
মিনিট বেলেন্স চেক—-*124*2#
ইন্টারনেট বেলেন্স চেক–*124*5#/*222*3#
নিজের নাম্বার চেক কোর্ড–*511#
এম বি(MB) কেনার কোর্ড–*121*3#
এস,এম,এস(SMS) চেক–*124*3#
এম,এম,এস(MMS) চেক–*124*2#
অফার চেক কোর্ড——–*121*6#
পেকেজ চেক কোর্ড——-*125#
কাস্টমার সার্ভিস নম্বর —-121

এয়াটেলর সিমের প্রয়োজনীয় কোড
মেইন বেলেন্স চেক —-*778#
মিনিট বেলেন্স চেক—-*778*5#/*778*8#
ইন্টারনেট বেলেন্স চেক–*8444*88#
নিজের নাম্বার চেক কোর্ড–*121*7*3#
এম বি(MB) কেনার কোর্ড–121*3*1*1*1#
এস,এম,এস(SMS) চেক–*778*2#
এম,এম,এস(MMS) চেক–*222*13#
পেকেজ চেক কোর্ড——-*121*8#
কাস্টমার সার্ভিস নম্বর —-786

<

রবি সিমের প্রয়োজনীয় কোড
মেইন বেলেন্স চেক —-*222#
মিনিট বেলেন্স চেক—-*222*3#
ইন্টারনেট বেলেন্স চেক–*222*81#/*8444*88#
নিজের নাম্বার চেক কোর্ড–*140*2*4#
এস,এম,এস(SMS) চেক–*222*11#
এম,এম,এস(MMS) চেক–*222*13#
পেকেজ চেক কোর্ড——-*140*14#
কাস্টমার সার্ভিস নম্বর —-123

টেলিটক সিমের প্রয়োজনীয় কোড
মেইন বেলেন্স চেক —-*152#
মিনিট বেলেন্স চেক—-*152#
ইন্টারনেট বেলেন্স চেক–*152#
নিজের নাম্বার চেক কোর্ড–*551#
কাস্টমার সার্ভিস নম্বর —-121

ধন্যবাদ সবাই কে, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

Related Posts

8 Comments

মন্তব্য করুন