সম্ভাবনাময় ক্রিকেটার সাইফ হাসান

সাইফ হাসান,জন্মগ্রহণ করেন ১৯৯৮ সালের ৩০ অক্টোবর।সে একজন ডানহাতি ব্যাটসম্যান।তার গোছালো ব্যাটিং এর জন্য সবার নজড় কাড়ছে।এজন্যই তাকে বিসিবির পাইপলাইন এ রাখা হয়েছে।তার টেস্ট অভিষেক হয় এবছর ফেব্রুয়ারি মাসে।তিনি ২০১৯ বিপিএল ক্রিকেটে খুলনা টাইগার্স এর হয়ে মাঠে নেমেছিলেন।এছাড়া তিনি বাংলাদেশ উ-১৯, উ-২১ দলে খেলেছেন।

সাইফ হাসান এর প্রথম শ্রেণির ক্রিকেটে রান তাক লাগানোর মতো।তিনি ৪০ ম্যাচে ৪২.১ গড়ে রান করেছেন ২২৭১।তার স্ট্রাইক রেট ছিলো ৪৬.২।এছাড়া তিনি লিস্ট এ ক্যারিয়ারে নিজের দক্ষতা প্রমান করেছেন।তিনি ৬৯ ম্যাচে ৪১.২ গড়ে রান করেছেন ২৫৫৫।তার স্ট্রাইক রেট ছিলো ৭৬.২।এমন ব্যাটিং এর জন্যই সাইফ হাসান বিসিবির নজড়ে এসে যায়।

বিসিবি সঠিক ভাবে গাইড করতে পারলে এই সাইফ হাসান ই হতে পারে আগামীর তামিম।অবশ্য সাইফ হাসান এর প্রত্যাশা তিমি একদিন তামিম ইকবাল এর সাথে ওপেনিং এ যুক্ত হবেন।টেস্ট ক্রিকেটে সুযোগ পেয়েছিলেন একটি ম্যাচ খেলার।নিজেকে সঠিক ভাবে প্রমান করেতে পারলে তার সুযোগ হয়ে যাবে একদিনের ক্রিকেটে ও ছোটো ফরমেটে।

সাইফ হাসান কে বিসিবি বিভিন্ন খেলায় সুযোগ দিয়ে পরোগ করে দেখছেন।এর মধ্যে অন্যতম একটি টুর্নামেন্ট ছিলো হংকং আয়োজিত হংকং সিক্সারস।যেখানে সাইফ হাসান এর ব্যাটিং ছিলো বাংলাদেশের অন্যতম ভরশা।তার পথচলা শুরু কয়েছিল বিকেএসপি থেকে।এরপর আর পিছনে তাকায়নি।এখন তার প্রত্যাশা আকাশ ছোঁয়া।তার পারফর্ম দেখেই বোঝা যায় সে অনেক পথ পাড়ি দিবে।তাকে ধরে রাখতে হবে মাশরাফি,সাকিব,তামিম এর করে যাওয়া নাম।তাকেও হতে হবে একজন ভরশা প্রতিক।বাংলাদেশকে নিয়ে যেতে হবে প্রত্যাশার শেষ প্রান্তে।সাইফ হাসান হয়ে উঠুক বাংলাদেশ ক্রিকেটের নবিন যোদ্ধা। এই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেটের সকল ভক্তদের।সাইফ হাসানের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের আরও অনেক উদীয়মান ক্রিকেটার তৈরি হচ্ছে।তাদের মধ্যে উপরের দিকে রয়েছে আকবর আলী,অভিষেক, সাদমান,সরিফুল,তৌহিদরা।যারা এনে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের শেরা প্রাপ্তি উ-১৯ বিশ্বকাপ ২০২০।এজন্য তারা আলাদা ভাবে সকলের নজড়ে।প্রত্যাশা একদিন তারা একদিনের ও ছোটো ফরমেট এর বিশ্বকাপ এনে দিবেন।

 

#বাসায় থাকুন #সুস্থ থাকুন

<

Related Posts

32 Comments

মন্তব্য করুন