সর্বকালের সেরা ক্রিকেটের সচিন টেন্ডুলকার?

সচিন টেন্ডুলকার হলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম আইকন।যিনি ক্রিকেটকে নিয়ে গিয়েছে অনন্য এক উচ্চতায়।তিনি যেভাবে সাবলীলভাবে খেলতেন দেখে মনে হতো যেন ক্রিকেট হাতের মোয়া।

তিনিই একমাত্র ব্যাটসম্যান যার ১০০ টি শতক রয়েছে আন্তজাতিক ক্রিকেটে।অবশ্য এই রেকর্ড ২-৩ বছরের মধ্যেই হয়তোবা বিরাট কোহলি ভেঙ্গে ফেলবে।তবুও তখনকের সময়ে এই জিনিষটা কল্পনাও করা যেত না যে কোনো ক্রিকেটের ১০০টি শতক হাঁকাতে পারবে।এই অসম্ভব কাজকেই সম্ভব করে দেখিয়েছে শচীন রমেশ টেন্ডুলকার।যার জন্ম একটা মদ্ধবিত্ত ফ্যামিলিতে।কিংবা বলা যেতে পারে নিম্ন মদ্ধবিত্ত পরিবারে।ছোটবেলায় তিনি যখন ব্যাটিং করতেন তখন তাকে কেউ আউট করতে পারতো না বলে তার কোচ তার বাটটিংয়ের সময় ৮০জন ফিল্ডার রাখতেন মাঠে।এবং সচিন টেন্ডুলকার এর পিছনের স্ট্যাম্পে রাখতেন একটি কয়েন আর বলতেন তুমি যদি আজকে আউট না হও তাহলে এই কয়েন তোমার।আর এরকম অসংখ বার সচিন আউট না হয়ে অনেক কয়েন পেয়েছেন,যা তার বাড়িতে এখনো পযন্ত সুরক্ষিত আছে.তিনি এভাবেই কষ্ট,পরিশ্রম করে বড় ক্রিকেটের হয়েছেন।আমাদের জীবনে সফল হতে হলে অনেক কষ্ট করে নিজের লক্ষে পৌঁছাতে হবে.

Related Posts

9 Comments

মন্তব্য করুন