সাকিব আল হাসান vs গ্লেন ম্যাক্সওয়েল!! কে সেরা?? 🙂🙂

আসসালামু আলাইকুম বন্ধুরা।
আমরা সবাই জানি, সাকিব আল হাসান হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু বর্তমানে তার সাথে তুলনা করা হয় অনেক ক্রিকেটারকে ই। এমনই একজন ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।

এখন আমরা জানতে চলেছি আসল বিশ্বসেরা কে।

সাকিব আল হাসানঃ
সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়। এবং তিনি বাংলাদেশের হয়ে সব ফরম্যাটের ক্রিকেট খেলেন। তিনি একমাত্র ক্রিকেটার যিনি একই সাথে ৩ ফরম্যাটে না.১ অলরাউন্ডার এর উপাধি পেয়েছেন। তিনি একজন বা-হাতি ব্যাটসম্যান এবং বা-হাতি বোলার।
সাকিব আল হাসানের বিশ্বকাপের ম্যাচ গুলোর কথা আপনারা হয়তো জানেন। ওই বিশ্বকাপেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে, তিনি কেমন অলরাউন্ডার। দলের জন্য তিনি ব্যাটে, বলে, ফিল্ডে সব যায়গায় ই মনে রাখার মতো পারফর্ম করেন। বিশেষ করে ওডিয়াই এবং টি২০ খেলার সর্বকালের সেরা একাদশের মধ্যে সাকিবকে না রাখলে ই নয়।

গ্লেন ম্যাক্সওয়েলঃ
গ্লেন ম্যাক্সওয়েল বর্তমান ক্রিকেট বিশ্বের একজন সেরা অলরাউন্ডার। তিনি অস্ট্রেলিয়ার হয়ে শুধু ওডিয়াই এবং টি২০ ম্যাচ খেলেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট দলের নিয়মিত সদস্য নন। তিনি একজন ডান-হাতি ব্যাটসম্যান এবং ডান-হাতি অফ ব্রেক বোলার। কখনো তিনি দলের জন্য ব্যাট হাতে লড়ে যান আবার কখনো বল হাতে। আসলে এটাই ক্রিকেট।

এখন আমরা জানবো যে এই ২ জনের মধ্যে কে সেরা। এর জন্য আমাদের জানতে হবে দুজনের ক্যারিয়ারের সকল উইকেট এবং রান সম্পর্কে।
কে কতবার ক্যাচ ধরেছ তা ও যানবো আমাদের এই লিখায়।

<

Shakib Al Hasan ODI Career:

Match: 206
Runs: 6323
Wickets: 260
Catches: 50
5 Wickets Haul: 2
Hundreds: 9
Fiftys: 47
Highest Score: 134
Best Bowling: 5/29

Glenn Maxwell ODI Career:

Match: 110
Runs: 2877
Wickets: 50
Catches: 65
5 Wickets Haul: 0
Hundreds: 1
Fiftys: 19
Highest Score: 102
Best Bowling: 4/46

Shakib Al Hasan Test Career:

Match: 56
Runs: 3862
Wickets: 210
Catches: 24
5 Wicket Haul: 18
Hundreds: 5
Fiftys: 24
Highest Score: 217
Best Bowling: 7/36

Glenn Maxwell Test Career:

Matches: 7
Runs: 339
Wickets: 8
Catches: 5
5 Wickets Haul: 0
Hundreds: 1
Fiftys: 0
Highest Score: 104
Best Bowling: 4/127

Shakib Al Hasan T20 Career:

Match: 76
Runs: 1567
Wickets: 92
Catches: 19
5 Wickets Haul: 1
Hundreds: 0
Fiftys: 9
Highest Score: 92
Best Bowling: 5/20

Glenn Maxwell T20 Career :

Matches: 61
Runs: 1576
Wickets: 26
Catches: 30
5 Wickets Haul:0
Hundreds: 3
Fiftys: 7
Highest Score: 145
Best Bowling: 3/10

বন্ধুরা উপরে আপনারা দেখলেন দুজনের ৩ ফরম্যাটের ক্যারিয়ার পরিসংখ্যান। এতক্ষনে হয়তো আপনারা ধারনা করে ফেলেছেন কে কোন ফরম্যাটে সেরা এবং কে সব ফরম্যাটে সেরা। আমার মতে বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান ই সেরা অলরাউন্ডার। তার সাথে গ্লেন ম্যাক্সওয়েল এর তুলনা করা হাস্যকর বেপার। যদিও বাংলাদেশী মানুষেরা এটা করে না। অনেক গ্রুপে গেলে আপনারা দেখতে পাবেন সাকিব vs ম্যাক্সওয়েল 😂

আসলে তাদের জবাব ই এখানে দেওয়া হলো।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

(আসসালামু আলাইকুম)

  • (মোঃ সাদমান)

Related Posts

19 Comments

মন্তব্য করুন