সুইচ কি এবং হাবের যে বিষয়গুলো নজর রাখা দরকার ( নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস) জেনে নেন

সুইচ কি সুইচের সুবিধা-আসুবিধাসমূহ এবং হাব ব্যাবহারের সময় বিশেষ যে দিক গুলো নজর করা দরকার  –

সুইচ ঃ

সুইচ এটিও হাবের মতোই একটি নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস ।তবে হাবের সাথে সুইচের পার্থক্য হলো, সুইচ প্রেরন প্রান্ত থেকে প্রান্ত ডেটা প্রাপক কম্পিউটারের সুনিদির্ষ্ট পোর্টেটিতে দেয় ।কিন্তু হাব সুনিদির্ষ্ট কম্পিউটারে না পাঠিয়ে সকল কম্পিউটারে পাঠায় ।সুইচের দাম হাবের দামের কাছাকাছি বিধায় বর্তমানে বেশিভাগ ব্যবহারকারী হাবের পরিবর্তে সুইচকে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস হিসাবে ব্যবহার করে ।সুইচের ক্ষেত্তে ডেটা আদান-প্রাদানে বাধার সম্ভবনা কম থাকে ।সুইচের মাধ্যমে ডেটা কমিউনিকেশনের সময় কম লাগে । এতে হাবের তুলনায় পোর্টে বেশি থাকে ।সুইচ একাধিক প্রটোকলের নেটওয়ার্ককেও সংযুক্ত করতে সক্ষম ।

সুইচের সুবিধাসমূহ

  • কলিশন ডোমেইনকে সীমিত করে দেয়
  • একাধিক সেগমেন্টের মাঝে ব্রিজিং এর কাজ করে  বড্রকাস্ট ডোমেইনকে সীমিত করার জন্য ভার্চুয়াল ল্যান ব্যবহার করা যেতে পারে।

অসুবিধা সমূহ ঃ

  • হাব কিংবা ব্রিজের চেয়ে দামি
  • কনফিগার করা জটিল

সুইচসমূহ দুভাগে কাজ করে –

  • কাট-থ্রো মোড সুইচিং ঃ কাট থ্রো মোড অপারেশনে কোন সুইচের নিকট ডেটা ফ্রেমের ১৪ বাইট আসার সাথে সাথেই এটি সিদ্ধান্ত নিতে পারে কোন পোর্টে সেই ফ্রেমকে পাঠাতে হবে । তারপর পুরো ফ্রেম আসলে সেটি সাথে সাথে চলে যাবে ওই পোর্টে । এর ফলে ট্রান্সমিশন খুব দ্রুত ফ্রেম আসার জন্য অপেক্ষা করতে হয় না ।
  • স্টোর- অ্যান্ড ফরোয়ার্ড মোড সুইচিং ঃ স্টোর- অ্যান্ড ফরোয়ার্ড মোড সইচিং এ পুরো ডেটা ফ্রেম পাওয়ার পর সেট পড়ে সিদ্ধান্ত নেয় সেই ফ্রেমকে কোন পোর্টে পাঠাতে হবে ।পুরো ফ্রেম সুইচে এসে জমা হয় বলে স্টোর-এন্ড ফরোয়ার্ড মোড সুইচিঙ্গে ভিন্ন ভিন্ন বিশিষ্ট সেগমেন্টকে যুক্ত করা হলে কোন আসুবিধা হয় না ।

হাব ব্যাবহারের সময় বিশেষ যে বিষয়গুলোর দিকে নজর রাখা দরকার তাহলো –

  • একটি নেটওয়ার্ক সম্প্রসারন জন্য সর্ব্বোচ কয়টি হাব ব্যবহার করতে পারা যায় তার একটি সীমা আছে ।এটি নির্ভর করে টপোলজির উপর ।
  • ভাল পারফরম্যান্সের জন্য একটি হাবকে আরেক্টির সাথে যুক্ত না করে কোন সার্ভার নেটওয়ার্ক এডাপ্টারের সাথে যুক্ত করতে হবে ।
  • হাবে যুক্ত হওয়া প্রতিটি সংযোগ লেবেল যুক্ত করতে হবে ।সেই লেবেলে স্পষ্টভাবে লেখতে হবে যে উক্ত ক্যাবলটি কোন স্টেশন হতে এসেছে । এর ফলে ট্রাবস্যুটিং সুবিধা হয় ।
  • একটি ডেটা সিগনালকে যত বেশি হাবের মধ্যে দিয়ে  যেতে হবে তত সেই সিগনাল দূর্বল হয়ে যাবে ।সে কারনে বেশি হাব থাকা মানে নেটওয়ার্কের গতি কমে যাওয়া ।

 

<

Related Posts

8 Comments

মন্তব্য করুন