সেয়ারেট apps | জেনে আসি শেয়ারইট সম্পর্কে [ডাউনলোড লিঙ্ক সহ]

আসসালামু  আলাইকুম । কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।আমরা যখনই কোথাও ঘুরতে যাই তখন নিজের ফোনের পাশাপাশি বন্ধু বান্ধবদের ফোনেও ছবি তুলি। কিন্তু বন্ধু বান্ধবদের ফোন থেকে সেই ছবি নিজের ফোনের নেবার জন্য পূর্বে ঝামেলা পোহাতে হতো। কিন্তু সেই সমস্যা দূর হয় ২০১৫ সালে এক এপ আবিষ্কার এর মাধ্যমে।২০১৫ সালের সম্ভবত এপ্রিল মাসে ফাইল কিংবা ছবি শেয়ারিং এর যে এপসটি আসে টেক দুনিয়ায় সেই এপ সকল সমস্যার অবসান করে দেয়। সেই এপটি আর শেয়ারইট ছাড়া আর কিছুই নয়।

সাধারণত এন্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন কিংবা আইওস ফোনে ফাইল শেয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয় শেয়ারইট এপ্লিকেশনটি। শেয়ারইট একটি ফাইল শেয়ারিং এপ। এই এপের মাধ্যমে কি কি করা যায় চলুন তা জেনে আসিঃ

১.ছবি, ভিডিও, গান আদান প্রদান করা যায়।

২.সফটওয়্যার কিংবা অন্যান্য ফাইল শেয়ার করা যায়।

শেয়ারইট শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অন্যান্য দেশেও প্রচলিত রয়েছে।এই এপ্লিকেশনটি পৃথিবীর প্রায় পয়তাল্লিশটি দেশের মধ্যে জনপ্রিয়। পূর্বে ফাইল শেয়ারিং এর জন্য ব্লুটুথ ব্যবহার করা হতো। কিন্তু ব্লুটুথ এ ছবি যেমন ফেটে যাবার সম্ভাবনা থাকে। এছাড়া ব্লুটুথে ফাইল শেয়ারিং খুব ধীরগতি সম্পন্ন।এই ঝামেলা এড়াতে শেয়ারইট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শেয়ারইট এর সুবিধার কথা বলে শেষ করা যাবে না। তবুও আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি এর কিছু সুবিধা নিচে তুলে ধরছি আপনাদের সামনেঃ

১.শেয়ারইট এমন একটি এপ্লিকেশন যে এপ্লিকেশন এর মাধ্যমে আপনি খুব দ্রুত এবং সহজ উপায়ে ফাইল শেয়ার করতে পারবেন।

২.এটি ব্লুটুথ থেকে প্রায় দুইশ গুণ দ্রুত গতিতে ফাইল শেয়ার করতে পারে।
৩.সেই সাথে এই এপে ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে কোন ধরণের ডাটা খরচ হবার ঝুকি।নেই কোন ধরণের ইউএসবি ডাটা নিয়ে ঝামেলা।
৪.এই এপ্লিকেশন এ রয়েছে ক্লিয়ার ছবি পাঠানোর সুবিধা।পৃথিবীর ২০০ এর অধিক দেশের বাসিন্দারা এই এপ ব্যবহার করে থাকে।
৫. অনেক দেশে গুগল প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা এপ এইটি।
৬.শেয়ারইট এপ্লিকেশন নিজেরা আরও চারটি এপ্লিকেশন পরিচালনা করে।
৬.শেয়ারইট এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর শক্তিশালী  মিউজিক প্লেয়ার।
৭.এটি মূল ফাইল আদান প্রদান করে থাকে যার ফলে ফাইলের গুণগুত মানের কোন পরিবর্তন হয় না।
৮. এর মাধ্যমে শুধুমাত্র মোবাইল ফোনেই নয় পিসিতেও আদান প্রদান করা যায়।
৯.এটির মাধ্যমে নেটওয়ার্ক এর কোন ধরণের ঝামেলা পোহাতে হয় না।এগুলো হলো Lockit,Listenit,Cleanit,Clonit.
১০.এর কিনইট(Cleanit) এপের মাধ্যমে মেমোরিও বুস্ট করা যায়।

শেয়ারইট এপ্লিকেশন এর রয়েছে হাজারখানেক সুবিধা যার কথা বলে শেষ করা যাবে গপ্স
আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নিচের লিংকে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন বহুল জনপ্রিয় শেয়ারইট এপ্লিকেশনটি।
ডাউনলোড লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=com.lenovo.anyshare.gps

আশা করি আজকের পোস্টটি পড়ে আপনাদের শেয়ারইট এর অজানা বিষয়ও জানা হয়ে গেছে।শেয়ারইট সংক্রান্ত কোন ধরণের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন।ধন্যবাদ সবাইকে।

ভালো থাকবেন
সুস্থ থাকবেন

Related Posts

1 Comment

মন্তব্য করুন