সেরা কিছু কোরিয়ান ড্রামার নামসমূহ ও রিভিউ পর্ব ২

আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।গ্রাথোর এর পক্ষ থেকে আমি আবার ফিরে এসেছি।কোরিয়ান ড্রামার ১ম পর্ব দিয়ে ছিলাম।আপনারা অনেকে চেয়ে ছিলেন ২য় পর্ব দেওয়ার জন্য।চলুন তাহলে শুরু করা যাক।

১.W-Two worlds
এটিকে ফেন্টাসি ড্রামা বলা হয়।অর্থাৎ এই ড্রামাটি সম্পূর্ণ কাল্পনিক।কাল্পনিক দিক দিয়ে এই ড্রামাটি টপ ৫ এ রয়েছে।এই ড্রামাটির কাহিনি হচ্ছে কমিক বুক নিয়ে।যা আমাদের জগৎ থেকে একটু ভিন্ন।শুরুতে নায়িকার বাবা একটি কমিক বই লিখে।পরে তিনি শত চেষ্টার পরও বই লিখাটি বন্ধ করতে পারেন না।বইটি যদি না লিখে বইটি আপনা আপনি লিখে পাবলিস হয়ে যাই।পরে হঠাৎ একদিন নায়িকাটি ওই কমিক বইয়ের ভিতর ঢুকে যায়।এইখান থেকে মূলত এই ড্রামার আসল কাহিনি শুরু।অনেকের মতে তাদের দেখা এইটা ফেন্টাসি বা সেরা একটি কাল্পনিক কোরিয়ান ড্রামা।আপনাদেরো যদি কাল্পনিক ড্রামা পছন্দ হয়ে থাকে তাইলে আপনারাও এই ড্রামাটি দেখতে পারেন।

২.Melting me softly
এটি সাইন্স ফিকশন এর একটি ড্রামা।এটিতে অভিনয় করেছেন কোরিয়ানের বিখ্যাত নায়ক (ji chang wook).এই ড্রামাটিকে আবার জি চ্যাং উকের কাম ব্যাক ড্রামা ও বলা হয়ে থাকে।এই ড্রামাটি প্রকাশিত হয় ২০১৯ সালে।নায়কটি যখন তার মিলিটারি সম্পুর্ন করে আসেন তখন তিনি এই ড্রামাটি করে থাকেন।নায়ক নায়িকা বরফে জমে যাওয়া থেকে এই ড্রামার আসল কাহিনি শুরু।তারা ২০বছর বরফে জমে থাকে।তারপর তারা জীবন্ত ফিরে আসে।মূলত এর থেকেই এই কাহিনি শুরু এবং নায়ক নায়িকার মিল।পরে আরও রয়েছে এই ড্রামায় নানা টুইস্ট।এই ড্রামাটি প্রকাশিত হয় ২০১৬ সালে।আপনারাও চাইলে এই সাইন্স ফিকশন ড্রামাটি দেখতে পারেন।

৩.What’s wrong with secretary kim
এটি খুব মজার একটি ড্রামা।এই ড্রামাটি খুব প্রচলিত এবং জনপ্রিয়।এই ড্রামার কাহিনি একজন বস এবং তার সহকর্মী নিয়ে।তার সহকর্মী যখন তার চাকরি ছেড়ে চলে যেতে চায়,কিন্তু তার বস তাকে ছাড়তে দিতে রাজি নন।এইখান থেকেই এই ড্রামার মূল কাহিনি শুরু।পরে এই ড্রামাটিতে আরো মজার মজার পর্বও রয়েছে।তাদের ছোট বেলার কাহিনি নিয়েও দেখানো হয় এই ড্রামাই।এই ড্রামাটি প্রকাশিত হয় ২০১৮ সালে।অনেক আগের ড্রামা হলেও এই ড্রামাটি আজও খুব জনপ্রিয়।এই ড্রামাটির IMDb হচ্ছে ৮.১।এই ড্রামাটিতে অভিনয় করেছেন বিখ্যাত নায়িকা (Park min young)তিনি পুরো বিশ্বে খুব জনপ্রিয়।আপনারাও চাইলে এই রোমান্টিক ড্রামাটি দেখতে পারেন।

আমি আরো কয়েকটি কোরিয়ান ড্রামার নাম উল্লেখ করে দিচ্ছি যেগুলো আপনারা দেখতে পারেন।
১.The king Eternal Monarch
২.Mr.Sunshine
৩.Prison Playbook
৪.Lair game
৫.Doctor Stranger

ড্রামাগুলো দেখবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো।সাথে কমেন্ট করে বলেন আপনার পছন্দের কোরিয়ান ড্রামা।যদি আপনারা চান আমি ৩য় পর্ব নিয়ে আবার আসবো।ইনশাআল্লাহ। ধন্যবাদ।

<

Related Posts

12 Comments

মন্তব্য করুন