সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম, ডিপিএস তালিকা

আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম, সোনালী ব্যাংক ডিপিএস তালিকা সম্পর্কে বলতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

সোনালি ব্যাংক একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। এটি বাংলাদেশের প্রধান ব্যাংকগুলোর মধ্যে একটি। এই ব্যাংকে লাখো মানুষ টাকা রাখে। সরকারি ব্যাংকেরগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা দেয় সোনালি ব্যাংক। এ পোস্টে আমি সোনালি ব্যাংকের ডিপিএস স্কিম, ডিপিএস কিভাবে খুলবেন ও একটি সোনালি ব্যাংক একাউন্ট কিভাবে খুলবেন এ সমস্ত বিষয়ে কথা বলতে যাচ্ছি। তো শুরু করা যাক।

ডিপিএস কি?

এ বিশ্বের সব ব্যাংকেই টাকা রাখার জন্য বিভিন্ন ধরণের স্কিম থাকে সেসকল স্কিমের মধ্যে অন্যতম একটি হলো DPS (ডিপিএস)। ডিপিএস এর পূর্ণ অর্থ হলো ডিপোজিট পেনশন স্কিম। এটি একটি আর্থিক সঞ্চয় স্কিম যা মাসিক হিসেবে ব্যাংকে জমা দিতে হয়।
একটি ডিপিএস একাউন্ট খোলার পর গ্রাহককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হয়।

তারপর একটি নির্দিষ্ট সময় পর সেই টাকা ম্যাচিউর হলে সে টাকা ব্যবহারযোগ্য হয়। ম্যাচিউরিটির আগে টাকা উঠালে আপনার টাকার কিছু অংশ কেটে নেওয়া হয় বা মুনাফা দেওয়া হয়না।

সোনালী ব্যাংক ডিপিএস তালিকা

সোনালি ব্যাংকে ডিপিএস টাইপ স্কিম রয়েছে । এটি হচ্ছে মিলিয়নিয়ার স্কিম। মিলিয়নিয়ার স্কিম হচ্ছে এমন একটি ডিপিএস স্কিম যেটি ম্যাচিউর হলে আপনি মূলধন ও মুনাফা মিলে ১০ লক্ষ টাকা পাবেন।

আপনি ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১২, ১৫, ২০ বছর মেয়াদে স্কিমটি খুলতে পারবেন। কত বছর মেয়াদীর ক্ষেত্রে মাসিক কয় টাকা রাখতে হবে, কত শতাংশ মুনাফা পাবেন ও কত টাকা মুনাফা পাবেন ন
নিচে তা সব বলে দিচ্ছি।

৩ বছরঃ ৩ বছর মেয়াদীর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে ২৪৫০০ টাকা রাখতে হবে। আপনার মোট মূলধন হবে ৮৭৩০০০ টাকা। আপনার মূলধনের উপর ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হবে। আপনি মোট ১২৭৪৩১ টাকা পাবেন। আপনার মিলিয়নিয়ার স্কিম ম্যাচিউর হলে আপনি মোট ১০০০৪৩১ টাকা পাবেন

৪ বছরঃ ৪ বছর মেয়াদীর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে ১৭৩৮০ টাকা রাখতে হবে। আপনার মোট মূলধন হবে ৮৩৪২৪০ টাকা। আপনার মূলধনের উপর ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হবে। আপনি মোট ১৬৬০২৮ টাকা পাবেন। আপনার মিলিয়নিয়ার স্কিম ম্যাচিউর হলে আপনি মোট ১০০০২৬৮ টাকা পাবেন

৫ বছরঃ ৫ বছর মেয়াদীর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে ১৩২৮০ টাকা রাখতে হবে। আপনার মোট মূলধন হবে ৭৯৬৮০০ টাকা। আপনার মূলধনের উপর ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হবে। আপনি মোট ২০৩৪১৮ টাকা পাবেন। আপনার মিলিয়নিয়ার স্কিম ম্যাচিউর হলে আপনি মোট ১০০০২১৮ টাকা পাবেন

৬ বছরঃ ৬ বছর মেয়াদীর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে ১০৫৭০ টাকা রাখতে হবে। আপনার মোট মূলধন হবে ৭৬১০৪০ টাকা। আপনার মূলধনের উপর ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হবে। আপনি মোট ২৩৯৭৪০ টাকা পাবেন। আপনার মিলিয়নিয়ার স্কিম ম্যাচিউর হলে আপনি মোট ১০০০৭৮০ টাকা পাবেন।

৭ বছরঃ ৭ বছর মেয়াদীর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে ৮৬৪০ টাকা রাখতে হবে। আপনার মোট মূলধন হবে ৭২৫৭৬০ টাকা। আপনার মূলধনের উপর ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হবে। আপনি মোট ২৭৪৬৪৪ টাকা পাবেন। আপনার মিলিয়নিয়ার স্কিম ম্যাচিউর হলে আপনি মোট ১০০০৪০৪ টাকা পাবেন

৮ বছরঃ ৮ বছর মেয়াদীর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে ৭২১০ টাকা রাখতে হবে। আপনার মোট মূলধন হবে ৬৯২১৬০ টাকা। আপনার মূলধনের উপর ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হবে। আপনি মোট ৩০৮৫৪০ টাকা পাবেন। আপনার মিলিয়নিয়ার স্কিম ম্যাচিউর হলে আপনি মোট ১০০০৭০০ টাকা পাবেন

৯ বছরঃ ৯ বছর মেয়াদীর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে ৬১০৫ টাকা রাখতে হবে। আপনার মোট মূলধন হবে ৬৫৯৩৪০ টাকা। আপনার মূলধনের উপর ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হবে। আপনি মোট ৩৪১০৮৫ টাকা পাবেন। আপনার মিলিয়নিয়ার স্কিম ম্যাচিউর হলে আপনি মোট ১০০০৪২৫ টাকা পাবেন

১০ বছরঃ ৩ বছর মেয়াদীর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে ৫২৩৫ টাকা রাখতে হবে। আপনার মোট মূলধন হবে ৬২৮২০০ টাকা। আপনার মূলধনের উপর ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হবে। আপনি মোট ৩৭২৭৪৮ টাকা পাবেন। আপনার মিলিয়নিয়ার স্কিম ম্যাচিউর হলে আপনি মোট ১০০০৯৪৮ টাকা পাবেন

১২ বছরঃ ৩ বছর মেয়াদীর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে ৩৯৫০ টাকা রাখতে হবে। আপনার মোট মূলধন হবে ৫৬৮৮০০ টাকা। আপনার মূলধনের উপর ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হবে। আপনি মোট ৪৩২৪১০ টাকা পাবেন। আপনার মিলিয়নিয়ার স্কিম ম্যাচিউর হলে আপনি মোট ১০০১২১০ টাকা পাবেন।

১৫ বছরঃ ১৫ বছর মেয়াদীর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে ২৭১০ টাকা রাখতে হবে। আপনার মোট মূলধন হবে ৪৮৭৮০০ টাকা। আপনার মূলধনের উপর ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হবে। আপনি মোট ৫১৩৫৬৪ টাকা পাবেন। আপনার মিলিয়নিয়ার স্কিম ম্যাচিউর হলে আপনি মোট ১০০১৩৬৪ টাকা পাবেন

২০ বছরঃ ২০ বছর মেয়াদীর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে ১৫৫৫ টাকা রাখতে হবে। আপনার মোট মূলধন হবে ৩৭৩২০০ টাকা। আপনার মূলধনের উপর ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হবে। আপনি মোট ৬২৭৯৮৭ টাকা পাবেন। আপনার মিলিয়নিয়ার স্কিম ম্যাচিউর হলে আপনি মোট ১০০১১৮৭ টাকা পাবেন।

মেয়াদের উর্ত্তীণের আগে যদি আপনি যদি হিসাব বন্ধ করেন তাহলেঃ

৬ মাসের মধ্যেঃ কেবল মূলধন ফেরত দেওয়া হবে।

৩ বছরের মধ্যেঃ ৬% সরল মুনাফাসহ মূলধন ফেরত।

৩ থেকে ৫ বছরের মধ্যেঃ ৭.৫% সরল মুনাফাসহ মূলধন ফেরত।

৫ থেকে ১০ বছরের মধ্যেঃ ৮.৫% সরল মুনাফাসহ মূলধন ফেরত।

১০ বছরের বেশিঃ ৯% সরল মুনাফাসহ মূলধন ফেরত।

সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম

১. আঠার বছর বা তদূর্ধ্ব বয়সের চুক্তি করার যোগ্যতা সম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে সোনালী ব্যাংক এর যে কোন শাখায় এ হিসাব খুলতে পারবেন। পিতামাতা বা আইনগত অভিভাবকের সাথে নাবালক বা নাবালিকার নামেও এ হিসাব খোলা যাবে।

২. হিসাবধারী এবং নমিনীর দুই (২) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩. হিসাব খোলার সময় হিসাবধারীর ও নমিনীর জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন পত্র বা জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে।

এবার জেনে নেই সোনালী ব্যাংকে একাউন্ট খুলতে কি কি লাগেঃ

প্রথমে আপনি আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যান।

১.আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি/ জন্মনিবন্ধন সনদ কপি/ পাসপোর্ট কপি / ড্রাইভিং লাইসেন্স কপি।

২. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি ২ কপি (ছবি রঙিন হতে হবে)।

৩. নমিনীর পাসপোর্ট সাইজের ছবি ১ কপি (ছবি রঙিন হতে হবে)।

৪. নমিনীর জাতীয় পরিচয় পত্র কপি/ জন্মনিবন্ধন কপি / ড্রাইভিং লাইসেন্স কপি / পাসপোর্ট কপি।

৫. বর্তমান ও স্থায়ী ঠিকানা ও জন্মসাল।

তো আজকের জন্য এতটুকুই (সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম, সোনালী ব্যাংক ডিপিএস তালিকা)। আবার কয়েকদিন পর আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর Facebook Group এর সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts