“স্বপ্নের নীল বাড়ি” কবিতা

আসসালামু আলাইকুম প্রিয়, পাঠক-পাঠিকা ভাই বোনেরা আমার।আশা করি আল্লাহ্ তায়ালা র রহমতে আপনারা সকলেই ভালো আছেন।। আপনার সকলেই সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি আল্লাহ তায়ালা র কাছে সব সময়।।।

প্রিয় পাঠক-পাঠিকা ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটা স্বপ্নের কবিতা উপস্থাপনা করতে চলেছি।।। স্বপ্ন আমরা সকলেই দেখতে অনেক ভালোবাসি। তবে, এই স্বপ্ন পূরণ করতে হলে, আমাদের সকলকেই অনেক কষ্ট করতে হয়।। আমাদের মাঝে অনেকেই আছে, কেউ ডাক্তার, ইন্জিনিয়ার,শিক্ষক, ইত্যাদি আরো অনেক কিছু হতে চাই।। এই স্বপ্নটা পূরণ করার লক্ষ্যে আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়।। আর এই সংগ্রাম করে স্বপ্ন সত্যি করতে হয়।। কবিতা লিখায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি।। স্বপ্ন ও স্বপ্ন পূরণের এই পটভূমি নিয়েই আজকে আমার কবিতাটি লিখা।।

আমার কবিতার নাম হলো: স্বপ্নের নীল বাড়ি  , আল্লাহ তায়ালা র নাম শুরু করছি আমার এই কবিতা:

ভাসমান ওই নদীর তীরে
দেখতে আসো বুঝি
নামতে গিয়ে বলো না কেন নদীরে আমি চিনি
স্বপ্ন দিলো পাড়ি দূরদেশেতে তোমারে ছাড়ি
ভাবছো বুঝি একা বসে
কেমন করে দিবো সাত সাগর পাড়ি।।
স্বপ্নে তারে ভাসে না যে
বললে কেন আঁকড়ে ধরো
দূরদেশে তুমি ও দাও পাড়ি।।

জানি দেখা হবে
স্বপ্নের নীল বাড়ি
ওপারে যেও এপার ছেড়ে
মেঘ পালকের নৌকায়
দেবে বুঝি সাত সাগর পাড়ি।।
আকাশ বেয়ে নামছে মেঘ-
তারি সাথে নামছে পাখি তোমার নিতে
ভেবে বুঝি অবাক হও
তবে, এটাই যে তোমার প্রাপ্য
করেছো স্বপ্ন সত্যি
দিয়েছো সাত সাগর পাড়ি
পেয়েছো খুঁজে স্বপ্নের নীল বাড়ি।।
স্বপ্ন ওগো স্বপ্ন
স্বপ্ন দেখে যাও গো শুধু
স্বপ্ন বলে একি-
আমারে সত্যি করতে হলে
দিতে হবে সাত সাগর পাড়ি
আমি স্বপ্ন বলি শোনো
স্বপ্ন দেখে যেওনা শুধু
স্বপ্নরে কর সত্যি
স্বপ্ন সত্যি হলে-
তুমি যাবে তোমার সফলতার দোর গোড়াতে জানি
আমি স্বপ্ন আবার বলি শোনো
স্বপ্ন দেখো তোমার মতো করে
সত্যি করো তোমার পরিশ্রম ও সাহসিকতার জোরে
আমি স্বপ্ন সাক্ষি বলো তোমার লড়াইয়ে
স্বপ্ন তোমার হবে সত্যি 
তুমি যদি হও আত্মবিশ্বাসী
তোমার তরে এই স্বপ্ন থাকি আমি
বুঝে নিও তোমার সফলতার মূল লক্ষ্য আমি।।।

স্বপ্ন আমি আবার বলি শোনো-
মনের মাঝের স্বপ্ন টাকে জাগিয়ে তোলো
তোমার মাঝেই আছি আমি
একটু খুঁজে দেখো।।
দিনশেষে স্বপ্ন আমি 
তোমার প্রতিক্ষায় বলো
কবে পাবে খুঁজে তুমি তোমার স্বপ্নের মূল চাবি
সেদিন তুমি স্বপ্ন করবে সত্য।।

Related Posts

21 Comments

  1. অন্ত্যমিল খুঁজে পাইনি, কথার গভীরতা থাক্লেও কবি তা ফুটিয়ে তুলতে অক্ষম। যাইহোক চেষ্টা অব্যাহত থাকলে আশা করি আরো ভাল কিছু পাবো ভবিষ্যতে।

মন্তব্য করুন