স্বল্প পুঁজি দিয়ে গড়ে তুলুন নিজের ব্যবসায়

বর্তমান করোনাকালীন মহামারিতে অনেকেই হারিয়েছেন চাকুরী, অনেকে আবার বেকার বসে আছেন, অনেকেই চাচ্ছেন নিজেই একটা ব্যবসা দিবেন কিন্তু হাতে পুঁজি নেই। আজকে তাদের জন্য একটি দারুন ব্যবসার আইডিয়া শেয়ার করতে যাচ্ছি, যাদের হাতে একেবারই পুঁজি নেই কিন্তু নিজেই একটি ব্যবসায় দিতে চাচ্ছেন মূলত তাদের জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। ব্যবসায়টিকে আমি দুই ভাগে ভাগ করেছি, আপনার ইচ্ছা এবং সামর্থ্য অনুযায়ী যেকোন একটি ভাগে শুরু করতে পারেন,

  • প্রাথমিক পর্যায়
  • মাধ্যমিক পর্যায়

প্রাথমিক পর্যায়ঃ

প্রাথমিক পর্যায়ে আপনার যা প্রয়োজন হবে –

  • একটি সাইকেল
  • স্বল্প পুঁজি (২,০০০ থেকে ৫,০০০ টাকা)

আপনি আপনার সাইকেলটি নিয়ে শুরুতে চলে যান ঢাকার চকবাজারে, সেখানে আপনি পাইকারি মুল্যে বিভিন্ন ধরনের আইটেম পেয়ে থাকবেন। সেখান থেকে আপনি অধিক লাভজনক পন্য গুলো সংগ্রহ করতে পারেন, যেমন পেন্সিল, রাভার, আচার, টেপ, বল, খেলনা, সুপার গ্লু ইত্যাদি। আপনাকে পন্য সংগ্রহ করার পূর্বে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে তা হলোঃ-

  • বাজারে পন্যের চাহিদা কেমন
  • আপনার ক্রয়মূল্যের সাথে বিক্রয়মূল্যের পার্থক্য কেমন

এই বিষয় গুলো বিবেচনায় রেখে আপনাকে পন্য সংগ্রহ করতে হবে। অতপর আপনাকে সাইকেলের মাধ্যমে বিভিন্ন দোকানীদের সাথে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আপনি কয়েকটি এরিয়া বাছাই করবেন। একেকদিন একেক এরিয়ায় পন্য সাপ্লাই দিবেন। সর্বোচ্চ ৩/৪ টি এরিয়া বাছাই করবেন, অই এরিয়া গুলো রাউন্ড রবিন পদ্ধতিতে অর্থাৎ চক্রাকারে পন্য সাপ্লাই দিবেন। খুব স্বল্প পুজিতেই আপনি প্রাথমিক পর্যায়ের ব্যবসায়টি করতে পারেন। বেশ কয়েকটি দোকানীদের সাথে পরিচয় হয়ে যাওয়ার পর আপনাকে পন্য বিক্রয়ে বেশি বেগ পেতে হবে না। ২,০০০ থেকে ৫,০০০ টাকার পুজিতে আপনি দৈনিক ৩০০-৫০০ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন।

মাধ্যমিক পর্যায়ঃ

এক্ষেত্রে আপনার ব্যবসায়ের ধরন প্রাথমিক পর্যায়ের মতনই হবে, কিন্তু এক্ষেত্রে আপনার ব্যবসায়ে আসবে আধুনিকতা এবং থাকবে অধিক লাভের সু্যোগ, এ- পর্যায়ে ব্যবসা –এর ক্ষেত্রে যা লাগবে –

  • একটি ভ্যান
  • একজন ভ্যান ড্রাইভার
  • স্বল্প পুঁজি (৬,০০০ থেকে ৮,০০০ টাকা)

এক্ষেত্রে আপনি হয়ে যান একজন সেলস এক্সিকিউটিভ, আপনার পন্যের প্রচারনা করতে আগের মতনি এরিয়া ভিজিট করুন কিন্তু এ পর্যায়ে আপনি পন্যের অর্ডার কাটবেন ,পরদিন ভ্যান ড্রাইভার অর্ডার মাফিক পন্য ডেলিভারি দিবে এবং আপনি তখন অন্য এরিয়ায় পন্যের অর্ডার কাটবেন, এতে অধিক পরিমান পন্য বিক্রয়ের সম্ভাবনা রয়েছে।

এক্ষত্রে আপনি দৈনিক ৮০০ – ১০০০ টাকা পর্যন্ত লাভবান হতে পারবেন। মাস শেষে আপনার ভ্যান ড্রাইভারকে বেতন বাবদ ৬,০০০-৮,০০০ টাকা প্রদান করতে হবে।

পরিশেষে, সৎ ভাবে উপার্জনে কোনো ব্যবসায়-ই ছোট নয়, সঠিক পথে উপার্জনে রয়েছে অধিক তৃপ্তি। ব্যবসার আইডিয়ার তথ্য গুলো বিভিন্ন উৎসের মাধ্যমে যাচাই করে আপনাদের জানানো হয়েছে।

Related Posts

9 Comments

মন্তব্য করুন