হরিণ পালা ইকোপার্কে ঘুরতে গিয়ে কিছু অভিজ্ঞতা এবং সিনামা দেখা

বন্ধুরা মিলে প্রোগ্রাম করি আমরা হরিণ পালা ঘুরতে যাবো একটি তাই এস এস সি পরীক্ষার পরে আমরা একটা সবাই সিদ্ধান্ত নি ঘুরতে যাওয়ার ।

আমরা প্রথমে একটা সি এন জি তে ৪ জন রওনা দি যাওয়া কথা ছিলো ৫ জন কিন্তু একজন গেল না তাই আমরা ৪ জন মিলে যাচ্ছি।

যাওয়া পথে আমরা কিন্তু শট পেন্ট কিয়ে নি তারপর প্রায় ৩ ঘন্টা পর হরিণ পালা যাই যাওয়া পর সেখানে ইকো পার্ক দেখে আমি মুগ্ধ হয়ে যাই।

প্রথমে আমরা ওখানকার খেলনা ট্রেনে উঠি ২০ টাকা প্রতি জন করে অনেক মজার ছিলো দিন গুলো।

তারপর আমরা একটা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য যাই রেস্টুরেন্টে ইকো পার্ক এর ভিতরেই ছিলো।

সেখানে আমার চিকেন ফ্রাই খাই সেই টেস্ট ছিলো মনে পরতেই জিবে জল চলে আসে তারপর একটা কোকোকলা খেয়ে সেখানে থেকে বের হই।

তারপর ঝর্ণায় গোসল করতে যাই সবাই মিলে সেই একটা মজা করলাম তারপর পাশেই নদী তাই নদীতে গোসল করলাম।

তারপর লোক মুখে শুনলাম সে সামনে হরিণ আছে তাই গোসল শেষ করে হরিণ দেখতে যাই হরিণ গুলো কাঁচা গাস খাচ্ছে এগুলো দেখে মন প্রাণ ঝুরিয়ে গেল মনে হচ্ছেলো কত সুন্দর এই হরিণ গুলোর জীবন।

দেখতে দেখতে প্রায় দুপুর তাই একটা হোটেলে গিয়ে ভাত খেলাম তারপর ওখানে মার্কেটে গিয়ে কিছু জামা কাপড় কিনলাম সেখানে গিয়ে দেখি সব কিছু দাম তুলনা মুলক ভাবে কম তাই বেশ কিছু জিনিস কিনি আমি এবং আমার বন্ধুরা তারপর বাড়ি আসার সময় মাঠবাড়িয়া।

আসার পরে আলিম সিনামা হলে দেখি একটা মুভি চলে তাই সবাই মিলে সিনামা দেখার ইচ্ছে হলো তাই সবাই গাড়ি থেকে নেমে সিনামা হলে ডুকার জন্য টিকেট কাটি প্রতি টিকেট ১২০ টাকা দাম।

আমরা ৪জন তাই ৪৮০ টাকা দিয়ে হলে প্রবেশ করি সিনামা দেখতে দেখতে রাত হয়ে গেলো প্রায় রাত ৮ তখন তারপর মোটরসাইকেল করে বাড়ি উদ্দেশ্য রহনা দিলাম।

=> ধন্যবাদ জানিয়ে ছোট করবো না পুরো পোস্ট পড়ার জন্য রইলো ভালোবাসা রইলো আপনাদের অনুপ্রেরণা পেলে আরো লিখবো

Related Posts

7 Comments

মন্তব্য করুন