হিংসা নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সবাই যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। হিংসা নিয়ে উক্তি –

আমাদের চলার পথে আমরা নানা ধরণের পরিস্থিতির সম্মুখীন হই।নানা ধরণের পেশার মানুষের সাথে আমাদের মিশতে হয়, আমাদের উঠাবসা করতে হয়। তখন মানুষের নানা ধরণের অভ্যাস সামনে আসে। তার মধ্যে কিছু যেমন ভালো ঠিক তেমনি করে কিছু খুবই খারাই হয়ে থাকে।হিংসা তেমনি একটি ব্যাধির নাম।

হিংসা মানুষের এমন একটি খারাপ গুণ যা ধীরব ধীরে আমাদের মানবসত্তাকে ধংস করে দেয়। আমাদের জীবনের অস্তিত্ত বিলিয়ে দেয়।এটি মনুষ্যত্বকে নষ্ট করে দেয়।তাই সকলের উচিত হিংসা পরিহার করা।হিংসা নিয়ে নানা ধরণের উক্তি প্রচলিত রয়েছে।তার মধ্যে কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।আশা করি উক্তিসমূহের মাধ্যম আপনারা হিংসার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বুঝতে পারবেন।

হিংসা নিয়ে উক্তিঃ
১.হিংসা পতনের মূল।
২.লোভ, হিংসা, অহংহার মানুষের ধংসের মূল।
৩.হিংসা মানুষের মাঝে ভেদাভেদ তৈরি করে দেয়।
৪.হিংসা ধীরে ধীরে অন্তরে কলুষতা তৈরি করে দেয়।
৫.হিংসা পরায়ন ব্যক্তি কখনো শান্তি পায় না।
৬.হিংসা মানুষের ভালো গুণগুলো ঢেকে দেয়।
৭.এক বিন্দু পরিমাণ হিংসা নিয়ে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেনা।
৮.হিংসা সমাজের উন্নতির অন্তরায়।
৯.হিংসা পরায়ণ ব্যক্তির শান্তি খুঁজে পায় না।
১০.হিংসা অহংকারের সমতুলে
অহংকার পতনের মূল।

১১.হিংসা অন্তরকে কলুষিত করে তুলে।

১২.হিংসা এগিয়ে যাওয়ার অন্তরায়।

<

১৩.আজ যাকে হিংসা করো একসময় সে হয়তো বড় হয়ে যাবে

কিন্তু আপনি ছোট হিসেবে রয়ে যাবেন।

১৪.হিংসা কখনো সুখ বয়ে আনে না।

১৫.হিংসা অন্তরকে বিষাক্ত করে তুলে।

ধন্যবাদ। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

16 Comments

মন্তব্য করুন