২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান এ্যাসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা উত্তর

আসসালামু আলাইকুম,

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

সবাই কেমন আছেন?

আশা করি ভাল আছেন সুস্থ আছেন।

বর্তমানে পুরো পৃথিবী জুড়েই চলছে মহামারী করোনাভাইরাস ।
প্রতিদিন বেড়েই চলছে এই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাস এর সংক্রামন ঠেকাতে আমাদের দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

এই করোনাভাইরাস এর কারণে এই মহামারীর মধ্যে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য এবং মূল্যায়ন করার জন্য ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।

আশা করি আপনারা এই পোষ্টের মাধ্যমে উপকৃত হবেন।

যদি পোস্টটি ভাল লেগে থাকে অন্যদের মাঝে শেয়ার করবেন।

তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-

জীববিজ্ঞান প্রশ্ন-

খালি চোখে লক্ষ্যণীয় উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং টিস্যুর শ্রমবন্টন নির্ণয়।

(সংকেত/ ধাপ/পরিধি)

ধাপ -১ পাঠ্যপুস্তকের ২০-২১ পৃষ্ঠা, ২৩-২৪ পৃষ্ঠা এবং ২৮-৩৩ পৃষ্ঠা দ্রষ্টব্য।
ধাপ – ২ খাতায় নিচের মতাে ছক করতে হবে;


ধাপ-৩: হাত, ছুরি, বটি
ইত্যাদি ব্যবহার করে উল্লিখিত ফল ও সঞ্জির খােসা ছাড়িয়ে অথবা কেটে খাওয়ার সময় প্রতিটি অংশের দৃঢ়তা লক্ষ্য করে সেই অনুসারে সেসব ঘরে
টিক চিহ্ন দিতে হবে। আর যেসব ঘরে কোনাে বৈশিষ্ট্য প্রযােজ্য নয়
সেগুলােতে ক্রস চিহ্ন দিতে হবে। তবে রং-এর ঘরে রঙের নাম লিখতে
হবে।
ধাপ-৪: পর্যবেক্ষণের ছকে যা কিছু উল্লেখ করা হয়েছে, কারণ নির্ণয়ের ছকে
সেগুলাের সমতুল্য ঘরগুলােতে সেই বৈশিষ্ট্যগুলাের কারণ লিখতে হবে।
রঙের বিভিন্নতার কারণগুলাে প্রতিটি ঘরে একটি করে মােট সাতটি হবে।
দৃঢ়তার বিভিন্ন মাত্রার ক্ষেত্রে পর্যবেক্ষণের প্রতি সারিতে শুধু যে ঘরে
টিক চিহ্ন দেওয়া হয়েছিল, সেই ঘরের সাপেক্ষে কারণ উল্লেখ করতে হবে।
ক্রস-চিহ্নিত ঘরসমূহের কারণ উল্লেখ করার প্রয়ােজন নেই। তাই দৃঢ়তার
মাত্রার বিভিন্নতার কারণও মােট সাতটি হবে। কারণ নির্ণয়ের ছকে বাকি
ঘরগুলাে ফাঁকা থাকবে।
বটি,ছুরি এর
ব্যাপারে সাবধান থাকতে হবে। অবশ্যই পরিবারের সদস্যদের
তত্ত্বাবধানে কাজটি করতে হবে।

ক এর উত্তর –

হাত, চুরি, বটি ইতাদি ব্যবহার করে পাকা আম ও কাচা পেপে
এর খােসা ছাড়িয়ে খাওয়ার সময় প্রতিটি অংশের দৃঢ়তা লক্ষ
করে এবং বিভিন্ন অংশের রং পর্যবেক্ষন করে
নিচের ছক পূরন করা হল-
(বি:দ্র:- ছক আকারে আমি দিতে না পারলে ও আপনারা ছক একে এসাইনমেন্ট করবেন।)

দৃঢ়তার পরিমাণ

নমুনা নং- | রং |  নরম,কম দৃঢ়, তুলনামূলক দৃঢ়
১.পাকা আম
বোটা | কালচে |কম দৃঢ়
খোসা | টকটকে হলুদ|কম দৃঢ়
শাস | কমলা |নরম
আটিঁ | সাদা|তুলনামূলক দৃঢ়
১.কাচাঁ পেপে
বোটা |গাঢ সবুজ। |তুলনামূলক দূঢ
খোসা |সবুজ। | ”
শাস। |সাদা |কম দৃঢ়

‘খ’ এর উত্তর:
পর্যবেক্ষক ছকে রং এর ব্যাপারে যা কিছু উল্লেখ করা হয়েছে,
তা প্রশ্নানুযায়ী নিম্নের কারণ নির্ণয়ের ছকে দেখানো হলো-

ভুল -ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টি তে দেখবেন।

ধন্যবাদ।

Related Posts

10 Comments

মন্তব্য করুন