২০২১ সালের ৭ম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ও নমুনা উত্তর (১২তম সপ্তাহ)

আসসালামু আলাইকুম,
এসএসসি ২০২১ সালের শিক্ষার্থীরা সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে এই পোস্ট এ ২০২১ সালের ৭ম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ও নমুনা উত্তর (১২তম সপ্তাহ) প্রশ্ন লিখে দিব।

প্রশ্ন-মূলা,শালগম,একখন্ড আদা,একখন্ড কাচা হলুদ,রসুন,পেয়াজ ও মিষ্টি আলু সংগ্রহ কর।
এদের মূল কাণ্ড কোন প্রকৃতির তা চিহ্নিত চিত্র অংকন করে খাতায় নোট করো এবং তোমার কথার স্বপক্ষে যুক্তি দাও।

মুলা, শালগম, হলুদ, রসুন, পেঁয়াজ, আদা ও মিষ্টি আলু উদ্ভিদগুলোর মূল কাণ্ড যে প্রকৃতির তা চিহ্নিত চিত্র অঙ্কন করে নিম্নে উপস্থাপন করা হলো :-

১/মূল :-খাদ্য সঞ্চয় করে তাই এদের প্রধান মূল মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু।

চিত্র:-(বই দেখে এঁকে নিও)

২/ শালগম :-শালগমের প্রধানমূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয় এর ফলে গোলাকার এবং নিচের অংশ হঠাৎ করে সরু হয়ে যায়।

চিত্র :-(বই দেখে এঁকে নিও)

৩/হলুদঃ- হলুদের কান্ড রাইজোম জাতীয় এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব পর্বমধ্য থাকে। পর্ব হতে শল্কপত্র ও অস্থানিক মূল এবং শল্কপত্র এ কাঙ্খিত মুকুল উৎপন্ন হয়।

চিত্র:- (বই দেখে এঁকে নিও)

৪/রসুন:-রসুনের কান্ড কন্দাকৃতির। এদের কান্ড খুব ইগোলাকার ও উত্তল। পর্ব ও পর্বমধ্য গুলো সংকুচিত। এদের কোষগুলো এমনভাবে আবৃত থাকে যার ফলে কাণ্ড কে দেখা যায় না। কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর পরিমাণে অস্থানিক গুচ্ছমূল মূল বের হয়।
চিত্র :-(বই দেখে এঁকে নিও)

৫/মিষ্টি আলু :-মিষ্টি আলু এর মূল অনিয়মিতভাবে স্ফীত হয়।

চিত্র :-(বই দেখে এঁকে নিও)

৬/ পেঁয়াজ:- পেয়াজ এর কান্ড কন্দ প্রকৃতির। এদের কাণ্ডটি গোলাকার ও উত্তল। এদের কান্ডের নিচে প্রচুর পরিমাণে অস্থানিক গুচ্ছ মূল বের হয়। পুরু ও রসালো কোষগুলো কান্ডের উপরিভাগে অবস্থান করে।

৭/আদা :-আদার কান্ড রাইজোম জাতীয়। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে খাড়াভাবে অবস্থান করে। এ দের স্পষ্ট পর্ব পর্বমধ্য থাকে। পর্ব হতে অস্থানিক মূল এবং শল্কপত্রর কক্ষে কাঙ্খিত মুকুল উৎপন্ন হয়।

নমুনা উত্তরটি হুবহু না লিখে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে লেখার অনুরোধ রইল। এটা তৈরি করার হয়েছে যেন নমুনা উত্তর থেকে ধারণা নিয়ে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন।

ভুলত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন