২০২২ সালে টুইটার অ‍্যাকাউন্ট খোলার সহজ নিয়ম।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আবারো একটি নতুন পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই পোস্টটিতে 2022 সালে টুইটার একাউন্ট খোলার সহজ নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক।

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য সোশ্যাল মিডিয়ার কোন বিকল্প নেই ,আর এই সোসিয়াল মিডিয়াগুলোর মধ্যে অন্যতম হলো টুইটার। টুইটার এর মাধ্যমে চ্যাটিং, টুইট বা পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে পারবেন। বর্তমানে জনপ্রিয় তারকারা থেকে শুরু করে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় টুইটার। তাই, কখন কোন কাজের জন্য হঠাৎ করে টুইটার একাউন্ট খোলার প্রয়োজন হতে পারে, তা কারো জানা নেই। তাই, আগে থেকে টুইটার একাউন্ট খুলে রাখা ভালো। যা পরবর্তীতে আপনি, যেকোনো,জায়গায় যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।

টুইটার একাউন্ট যেভাবে খুলবেন :-

# প্রথমে প্লে স্টোর থেকে টুইটার অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে।
# টুইটার অ্যাপস টি ইন্সটল হয়ে গেলে ওপেন(Open) এ ক্লিক(Clik) করুন।
# অ্যাপস টি ওপেন হয়ে গেলে আমাদের প্রথমে একটি টুইটার একাউন্ট ক্রিয়েট করতে হবে। টুইটার একাউন্ট খোলার জন্য ক্রিয়েট একাউন্ট লিখা অপশনটিতে ক্লিক করুন।
# ক্লিক করার পর আপনার সামনে ক্রিয়েট ইওর একাউন্ট (Create Your Account) নামে একটি ইন্টারফেস শো করবে।
# এখন এই অ্যাকাউন্টটি খোলার জন্য যে তথ্যগুলো প্রয়োজন হবে সেগুলো পূরণ করে নিতে হবে।
# নাম (Name):- প্রথমে যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার নাম দিতে হবে। যেমন:- Ab Alim
# ফোন নাম্বার বা ই-মেইল অ্যাড্রেস ( Phone /E-mail address ):- এরপর ফোন নাম্বার বা ই-মেইল অ্যাড্রেস দিতে হবে।
# ডেথ অফ বার্থ(Date Of Birth ):- এখানে আপনার জন্ম সাল পূরণ করে দিতে হবে।
# এরপর next অপশনটিতে ক্লিক করুন।

# কাস্টমাইজ ইওর এক্সপেরিয়েন্স (Customise Your Experience ) এ টিক মারা অবস্থায় next বাটনে ক্লিক করুন।
# এরপর সাইন আপ (sign up) বাটনে ক্লিক করুন।
# টুইটার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার ফোন নাম্বার বা ইমেইল এড্রেসে একটা কোড পাঠানো হবে সেটি পূরণ করে নিবেন।
# এরপর একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট এ ক্লিক করুন।
# টুইটার প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আপলোডে ক্লিক করুন।
# প্রফাইল পিকচার দেওয়া হয়ে গেলে এরপর আপনার নিজের সম্পর্কে একটি ডেসক্রিপশন লিখতে হবে।যদি আপনি লিখতে না চান তাহলে skip বাটনে ক্লিক করুন।

# এরপর not now বাটনে ক্লিক করুন।
# এরপর আপনি আপনার ইন্টারেস্ট গুলো চয়েস করতে পারেন।
# এরপর কিছু টুইটার ব‍্যাবহারকারীকে ফলো করতে হবে।
# ফলে তারা যা কিছু টুইট করেছে সেগুলো আপনার টাইমলাইনে চলে আসবে।
# হয়ে গেল আপনার টুইটার একাউন্ট খুলা।

তো পাঠকবৃন্দ পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পোস্ট পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।

<

Related Posts

13 Comments

মন্তব্য করুন