৩০ পয়সা কলরেট এবং টেলিফোন নাম্বার দিয়ে কথা বলুন

  • আজ আমি আপনাদের কে এমন একটি এপস্ এর সাথে পরিচয় করে দিবো, যেটা দিয়ে আপনারা খুব সহজেই ৩০ পয়সা কলরেট এবং টেলিফোন নাম্বার দিয়ে সবার সাথে যোগাযোগ করতে পারবেন।

এ এপস্ টির সুবিধা সমুহ হলো,

 

*app to app/mobile/pstn calling

*Video Call

*Voice & text messeging

*Group Chat

<

*photo & Video Sharing

*Location Sharing

 

এসব কিছু আপনি খুব সহজেই করতে পারবেন এপ্সটির মাধ্যমে।

এর জন্য আপনাকে করতে হবে একটি একাউন্ট।

একাউন্ট করতে আপনাকে যা যা করতে হবে।

১/প্লে স্টোরে যাবেন।

২/Brilliant connect লিখে সার্চ করবেন।

৩/ইন্সটল করবেন।

৪/Bangladesh সিলেক্ট করবেন।

৫/মোবাইল নাম্বার দিবেন।

৬/একটি কোড আসবে,সেটি দিয়ে কনফার্ম করবেন।

 

কনফার্ম করলেই আপনার একাউন্ট এ চার (৪) টাকা জমা হয়ে যাবে।

 

একটি এসএমএস আসবে, সেখানে একটি লিঙ্ক থাকবে,লিঙ্কে দেখানো হবে কিভাবে এপ্সটির রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন।

এসব বিস্তারিত দেখানো হবে সেখানে।

মনোযোগ সহকারে এসব তথ্য আপডেট দেয়া শিখে নিবেন।

 

সব তথ্য সঠিক ভাবে দিয়ে তথ্য আপডেট করলেই পেয়ে যাবেন আট (৮)মিনিট টকটাইম একদম ফ্রি। আপনার তথ্য বিবেচনা করে একাউন্ট টির রেজিস্ট্রেশন সফল হলেই আপনি উপরোক্ত সুবিধা ভোগ করতে পারবেন।

 

আপনার একাউন্ট এ কিভাবে টাকা রিচার্জ করবেন তা এপ্স এ বিস্তারিত আছে।

আপনি টাকা রিচার্জ করতে পারবেন।

*bikash

*roket

*DBBL NEXUS

*Mastercard

*VISA

*AMERICANEXPRESS

*Islamic Bank

এসব থেকে আপনি খুব সহজেই আপনার একাউন্ট এ টাকা রিচার্জ করতে পারবেন।এ নিয়ে ইন্টারনেট এ প্রচুর ভিডিও আছে, দেখে নিতে পারেন।

 

সব মিলিয়ে এ এপ্সটির মাধ্যমে আপনি অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন।যা অন্য বিকল্প কোনো এপ্স থেকে পাবেননা।

Related Posts