৪০০ মিনিট ১০০% পাবেন একবার চেষ্টা করে দেখুন ।

৪০০ মিনিট ফ্রী ১০০% পাবেন আর কিভাবে সেটা তো জানতে হবে কিভাবে পাবো? তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক।

আমরা অনেকে ভাবি যদি কিছু মিনিট ফ্রী পাইতাম তাহলে কয়টা মিনিট কথা বলতে পারতাম। কিন্তু কিভাবে সম্ভব এই ডিজিটাল বাংলাদেশে? হ্যাঁ সম্ভব আপনি যদি একটু এই ডিজিটাল বাংলাদেশের ইন্টারনেটে  খুজে দেখেন। আর আমি আজকে আপনার জন্য ৪০০ মিনিটের ফ্রী প্যাকেজ নিয়ে আসলাম তো বেসি কথা না বলে, বলে ফেলি কিভাবে নিবেন এই ৪০০ মিনিট। এই ৪০০ মিনিট ফ্রী প্যাকেজটি নিতে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যার মাধ্যমে আপনি ব্যাবহার করতে পারবেন দেশের যেকন নাম্বারে এবং আপনি পৃথিবীর সব দেশে এই মিনিট ব্যাবহার করতে পারবেন। অন্য দেশের জন্য আলাদা প্যাকেজ নিতে হবে। তো আপনি অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার গুগল প্লেষ্টোরে গিয়ে ছার্চবারে লিখেন SKYPE APP ইন্সটাল করার পর ওপেন করুন এখন আপনার কাছে চাইবে কিছু ইনফরমেশন যেমনঃ আপনাকে সাইন ইন কোরতে বলবে তো আপনার যদি মাইক্রোসফট একাউন্ট থাকে ওটা দিয়ে সাইন ইন করে নিন আর না থাকলে Create One! এ ক্লিক করে খুলে নিন আপনার একাউন্ট। সাইন ইন করা শেষ হলে আপনার Skype প্রোফাইল সো করবে এখন আপনি থ্রি ডটে ক্লিক করুন এবং সেটিং এ যান skype to phone এর পাশে add founds ক্লিক করুন। ডান পাশে আপনি ছার্চবার দেখতে পাবেন অখানে গিয়ে লিখেন আপনার দেশের নাম আপনি যদি আখন বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ এর অন্য কোন দেশে হলে ওই দেশের নাম দিয়ে ছার্চ দিবেন এই অফার যেকোনো দেশে নেয়া যাবে। বাংলাদেশ লিখে ছার্চ দিলে আপনি দুইটা প্যাকেজ দেখতে পাবেন

1- ৩০ মিনিট 1.49$

2- ১০০ মিনিট 2.99$

3- ৪০০ মিনিট 6.99$

4- ৮০০ মিনিট 12.99$ এখন আপনি ভাবছেন আমি তো বলেছি ফ্রীতে নিতে পারবেন তো এখন ডলারের কথা বলছি কেন ? হ্যাঁ আপনি ফ্রি নিতে পারবেন কোন টাকা বা ডলার লাগবে না এটা ওদের প্যাকেজের দাম আর আপানার অবশ্যয় ডেবিট বা ক্রেডিট কার্ড থাকতে হবে তাছারা ফ্রি নিতে পারবেন না এটা শুধুএর ডলারের নিচে আপনি দেখবেন Try free for a month আর ডলার গুলো কেটে দিয়েছে। তো তাদের জন্য। আপনার প্যাকেজ চয়েজ করে Try free for a month এ ক্লিক করবেন, এখন আপনার কাছে জানতে চাইবে আপনি কি ফ্রি নিতে চান বা ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে কিনতে চান? তো আমরা ফ্রি নিতে চাই Get free trial ক্লিক করবো। এখন আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ডের ডিটেল্স দিয়ে Start free trial ক্লিক করুন আপনার যদি কোন সন্ধেহ হয় তাহলে হাতের দান পাশে Total এ দেখতে পাবেন আপনার কার্ড থেকে কি কোন ডলার কাটা হচ্ছে। Paypal,Skrill সিলেক্ট করলে Paypal,Skrill ডলার কাটবে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ।

 

APP LINK — DOWNLOAD 

সমস্যা হলে ভিডিও দেখুন 

Related Posts