৫০ হাজার টাকায় বেস্ট ল্যাপটপ কেনার নির্দেশনা

আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন।আজকে আপনাদের জন্য ৫০০০০ টাকা বাজেটে সেরা ল্যাপটপ সাজেশন ও আপনার প্রয়োজন অনুসারে কিভাবে সবচেয়ে ভালো ল্যাপটপ বাছাই করবেন তা নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করা যাক।

=>আধুনিকতার সাথে সাথে তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে তেমনি বিভিন্ন অফিস আদালতে বাড়ছে কম্পিউটারের ব্যবহার। বহনযোগ্যতার দিক থেকে ব্যবহারকারীদের নিকট ল্যাপটপ বহুল ব্যবহৃত। ল্যাপটপ কিনতে গিয়ে অনেকেই হিমশিম খেয়ে থাকেন।কার কোন কাজের জন্য কোন ধরনের ল্যাপটপ বেশি উপযোগী সেটি নির্ধারণ করতে সমস্যা হয়।

৫০ হাজার টাকা বাজেটে ল্যাপটপঃ

বর্তমানে কম্পিউটার পার্টসের উচ্চ মূল্য থাকায় এই দামে ভিতর প্রত্যাশিত ল্যাপটপ খুজে পাওয়া ভার।যারা সাধারন ব্যবহারকারী যেমনঃ ল্যাপটপে টুকটাক ওয়েব ব্রাউজিং, ফটো এডিটিং, অফিসের কাজ, ছোটখাট গেম খেলা বা ভিডিও এডিটিং করেন তাদের জন্য সাধারণত এই বাজেট ল্যাপটপ গুলো বেশি উপযুক্ত।
যাদের বাজেট ৫০ হাজার এর নিচে এবং টুকটাক কাজের জন্য ল্যাপটপ খুজছেন তারা এই বাজেটের ল্যাপটপ গুলো দেখতে পারেন।

কিভাবে নিজের প্রয়োজনমত ল্যাপটপ খুজবেন?

*এই বাজেটে সাধারন ইন্টেল এবং রাইজেন এর এন্ট্রি লেভেল প্রসেসর ব্যবহার করা হয়। র‍্যাম ৪ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত এই বাজেটে পাওয়া যায়।কিছু কিছু মডেলে বেশি র‍্যাম সুবিধা দিয়ে স্টোরেজ অপশন কম করা থাকে বা বেশি র‍্যামের পাশাপাশি তুলনামূলক দূর্বল প্রসেসর ব্যবহার করা হয়।আবার কিছু মডেলে ৪ জিবি র‍্যামের সাথে ভালো প্রসেসর অথবা স্টোরেজ বেশি থাকে।আপনার কাজ যদি অনলাইন নির্ভর বেশি থাকে সেক্ষেত্রে কম স্টোরেজ সুবিধার ল্যাপটপ চয়েজ করতে পারেন।।এক্ষেত্রে অন্য সেগমেন্ট যেমন ভালো প্রসেসর, বেশি র‍্যাম পেয়ে যাবেন।
*২০-৪০ হাজারের বর্তমানের ল্যাপটপে ফুল এইচডি ডিস্পলে পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার নাই বল্লেই বলে তাই এই বাজেটে ডিস্পলে সেকশনে ছাড় দিতেই হবে।৪০-৫০ হাজারে ফুল এইচডি ডিস্পলে এভেইলেবল

ব্র‍্যান্ড নির্বাচন এবং ওয়ারেন্টি পলিসি দেখে ল্যাপটপ কেনা।

অসংখ্য ব্র‍্যান্ড এর ল্যাপটপ বাজারে পাওয়া যায়।কিন্তু ওয়ারেন্টি পলিসি ভালো না হলে কেনার পর সার্ভিসিং এ ঝামেলা পোহাতে হবে।সেজন্য নামিদামি ব্র‍্যান্ড যেমনঃ HP, Dell, Asus, Lenovo কোম্পানির ল্যাপটপ এই বাজেটে বেশি ভালো।এই ব্র‍্যান্ড গুলো ওয়ারেন্টি পলিসি ভালো পাশাপাশি ভালো পন্য সরবরাহ করে থাকে।

এই বাজেটে আমার সাজেস্ট করা কিছু ল্যাপটপ

1. Chuwi HeroBook Pro Intel Celeron N4000 14.1 inch Full HD Laptop with Windows 10 ——-(30500 TK)
2.Acer Aspire 3 A315-23 Ryzen 3 3250U 15.6” FHD Laptop ————(39500 TK)
3.Dell Inspiron 15 3505 Ryzen 3 3250U 15.6″ FHD Laptop ————(40800 TK)
4.Lenovo IdeaPad Slim 3i Core i3 10th Gen 15.6″ Full HD Platinum Grey Laptop——-(46000 TK)
5.Dell Inspiron 15 3501 Core i3 11th Gen 15.6″ FHD Laptop with Windows 10——–(46800 TK)
6.HP 15s-eq1167AU Ryzen 3 4300U 512 GB SSD 15.6 Inch FHD Laptop with Win 10——-(48000 Tk)
7.Asus VivoBook 15 X515FA Core i3 10th Gen 15.6″ FHD Laptop ——–(49000 TK)

আশা করছি পোস্ট টি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।ভালো লাগলে কমেন্ট করে আরো কি বিষয় নিয়ে পোস্ট আপনারা চান তা বলতে পারেন।পাশাপাশি কিভাবে লিখলে আপনাদের কে আরো তথ্যবহুল পোস্ট উপহার দিতে পারবো তা জানাবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

Related Posts

17 Comments

মন্তব্য করুন