৫ টি বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার।

আজকে আপনাদের বলব ৫ টি ভিডিও এডিটিং সফটওয়্যার এর কথা যেগুলা দিয়ে আপনি ভালো ভিডিও এডিটিং এবং কম সময় রেন্ডার করতে পারবেন।
আজকে যে ৫ টি সফটওয়্যার এর কথা বলছি তা আমি নিজে ব্যাবহার করেছি এবং বেশ ভালো ভাবেই কাজ করতে পারেন।আর এগুলো সব গুলোই
কম্পিউটারের জন্য।আপনারা চাইলে আমি মোবাইল এর জন্য ও পোস্ট করবো।এডিটর গুলো আপনি অফলাইন ইন্সটল করতে পারবেন।নিচে আপনি
এডিটর গুলোর একটা বেসিক ধারনা আর ইন্সটল করার জন্য আপনার পিসি বা ল্যাপটপ এর কি কনফিগারেশন হতে হবে তা দিয়ে দিলাম।

১.নিরো ভিডিও

NIRO VIDEO
নিরো ভিডিও এডিটর এ আছে ১০০০ টির ও বেশি থিম এবং এফেক্ট যার মাধ্যমে আপনি সহজেই আপনার কন্টেন্ট এ দিতে পারেন একটি অসাধারণ ছোঁয়া।
এডিটিং এর কোন লিমিটেসন নেই নিরো ভিডিও এডিটর এ।নিরো ভিডিও এডিটর এর মাধ্যমে সহজেই এডিট করতে পারবেন আপনার ৪কে ভিডিও গুলি।
খুবই সিম্পল একটা ভিডিও এডিটর কিন্তু খুব কাজের।নিরো ভিডিও এডিটর টি এই ভাবেই তৈরি করা হয়েছে জেনো আপনি সহজেই আপনার কাজ গুলো
গুছিয়ে করতে পারেন।

নিরো ভিডিও আপনার পিসি বা ল্যাপটপ এ ব্যাবহার করার জন্য প্রস্তাবিত সিস্টেমের জন্য আবশ্যকঃ
প্রসেসর:২  গিগাহার্টজ এএমডি বা ইন্টেল প্রসেসর।
র‌্যাম: ১ জিবি র‌্যাম।
হার্ড ডিস্ক: ৫ জিবি হার্ড ড্রাইভের স্থান।

২.কোরেল ভিডিও স্টুডিও

COREL VIDEO STUDIO

কোরেল ভিডিও যদিও একটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের ভিডিও এডিটর কিন্তু বর্তমানে তারা কন্সুমার বা সাধারন পাবলিক এর জন্য ও তারা তাদের ভিডিও এডিটর টি
বাজারজাত করা শুরু করেছে।তাহলে বুজতেই পারছেন কয়ালিটির দিক দিয়ে কোরেল ভিডিও এডিটর কোন কম্প্রোমাইস করে নাই।কোরেল ভিডিও এডিটর
এর রয়েছে অসাধারণ কিছু ফিচার যা আপনি ব্যাবহার করা শুরু করলে নিজেই টের পাবেন।

কোরেল ভিডিও স্টুডিও আপনার পিসি বা ল্যাপটপ এ ব্যাবহার করার জন্য প্রস্তাবিত সিস্টেমের জন্য আবশ্যকঃ
ইন্টেল কোর ডুও ১.৮ গিগাহার্টজ, কোর আই ৩ বা এএমডি অ্যাথলন ৬৪ এক্স ২ ৩৮00+ ২.0 গিগাহার্টজ
২ জিবি র‌্যাম বা তারও বেশি
সম্পূর্ণ ইনস্টলেশনের জন্য সর্বনিম্ন ৬ গিগাবাইট এইচডিডি স্থান

৩.ওয়ান্ডারশেয়ার ফিল্মোড়া

FILMORA

সীমা ছাড়াই তৈরি করুন,(যদিও এটা তাদের কথা)আমি বেক্তিগত ভাবে কোন প্রব্লেম ফেস করি নাই।তৈরি করুন অনন্য কাস্টম অ্যানিমেশন।শুধু আপনার
ভিডিও টি ড্রাগ অ্যান্ড ড্রপ করুন টাইম লাইন এ আর বাকিটা ছেঁড়ে দিন ফিল্মড়ার উপর।ফিল্মোড়া নিয়ে আমার তেমন কিছু বলার নাই,কারন আমার জানা
মতে কম বেশি সবাই মিল্মোরা ব্যাবহার করেছে।আমাকে যদি বলা হয় সবচেয়ে সিম্পেল এডিটর কোনটি তাহলে আমি বলব ফিল্মোরা।

ওয়ান্ডারশেয়ার ফিল্মোড়া আপনার পিসি বা ল্যাপটপ এ ব্যাবহার করার জন্য প্রস্তাবিত সিস্টেমের জন্য আবশ্যকঃ
ইন্টেল কোর আই ৩, কোর আই ৫, কোর আই ৭ বা এএমডি সমতুল্য
র‌্যাম: ৪ জিবি
ডিস্ক: ইনস্টলেশনের জন্য কমপক্ষে ১.২ গিগাবাইট ফ্রি হার্ড ডিস্কের স্থান

৪.সাইবারলিঙ্ক পাওয়ারডাইরেক্টর

POWER DIRECTOR

শক্তিশালী সরঞ্জাম, অসীম সম্ভাবনা, অনুপ্রেরণা অন্তর্ভুক্ত পাওয়ারডাইরেক্টর ৩৬৫-এর হাই-লেভেল পারফরম্যান্স এবং যথার্থতার সাথে আপনার
সৃজনশীলতা প্রকাশ করুন সাইবারলিঙ্ক পাওয়ারডাইরেক্টরের মাধ্যমে।পাওয়ারডাইরেক্টর একটি নির্ভরযোগ্য ভিডিও এডিটিং সফটওয়্যার যার মাধ্যমে
আপনি সহজেই আপনার ৪কে ভিডিও গুলি এডিট করতে পারবেন।যদি বলা হয় প্রফেশনাল এডিটিং তাহলে পাওয়ার ডিরেক্টর এর নাম নেওয়াই যায়।

সাইবারলিঙ্ক পাওয়ারডাইরেক্টর আপনার পিসি বা ল্যাপটপ এ ব্যাবহার করার জন্য প্রস্তাবিত সিস্টেমের জন্য আবশ্যকঃ
ইন্টেল কোরি ৫/৭ বা এএমডি ফেনোম II এক্স ৪.৪
২ জিবি র‍্যাম দরকার
ডিলাক্স: ৫ জিবি। আল্ট্রা: ৬.৫ জিবি। চূড়ান্ত / চূড়ান্ত স্যুট: ৬.৫ জিবি (১0 গিগাবাইট সমস্ত প্রিমিয়াম সামগ্রী ইনস্টল করার জন্য)

৫.অ্যাডোব প্রিমিয়ার প্রো

ADOBE PREMIERE PRO

প্রিমিয়ার প্রো হ’ল ফিল্ম, টিভি এবং ওয়েবের জন্য শিল্পের শীর্ষস্থানীয় ভিডিও এডিটিং সফ্টওয়্যার।অ্যাডোবির এ আই প্রযুক্তির কারনে আপনারসময় সাশ্রয়
হয় যাতে আপনি দ্রুত গতিতে আপনার ভিডিও টি এডিট করতে পারেন।যে কোনও প্ল্যাটফর্মের ভিডিও এডিট করতে পারবেন।৮কে থেকে যে কোনও
ফরম্যাট এর ফুটেজ এডিট করুন।ভিডিও এডিটিং এ নতুন?অ্যাডোবির রয়েছে প্রিমিয়ার রাশ নামের একটি অ্যাপ,যাএকটি নতুন অল ইন-ওয়ান
অ্যাপ্লিকেশন যা সমস্ত ডিভাইস জুড়ে কাজ করে।যার মাধ্যমে আপনি একসাথে আপনার মোবাইল বা পিসি থেকে যেকোনো সময় কাজ করতে পারবেন।

অ্যাডোব প্রিমিয়ার প্রো আপনার পিসি বা ল্যাপটপ এ ব্যাবহার করার জন্য প্রস্তাবিত সিস্টেমের জন্য আবশ্যকঃ
ইন্টেল ® ষ্ঠ জেন বা আরও নতুন সিপিইউ – বা এএমডি সমতুল্য
র‌্যাম ৮ জিবি
ইনস্টলেশনের জন্য ৮ জিবি ফ্রী হার্ড-ডিস্ক স্থান।ইনস্টলেশন চলাকালীন অতিরিক্ত ফ্রী স্থানের প্রয়োজন (অপসারণযোগ্য ফ্ল্যাশ স্টোরেজে ইনস্টল করা
যাবে না)

এই এডিটর গুলোর মধ্যে সব গুলা ইন্সটল করার জন্ন আমি মিনিমাম যে স্পেক টা আপনার পিসি এর হওা আপনাদের আজকে যে এডিটর গুলর কথা বলেছি
সেগুল প্রতিনিয়ত আপডেট হয় তাই ভিইরাস বা বাগ জনিত কোন প্রব্লেম আশা করি ফেস করবেন নাহ।এগুলোর মধ্যে কোনটিতে আপনি কাজ করে মজা
পেয়েছেন কমেন্ট করে জানান। আর যদি কারও কোন এডিটর এর লিঙ্ক প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানায়েন আমি লিঙ্ক দিয়ে দিব আর এই পোস্ট
এর কোন ডিটেল আমার নিজের মন থেকে দেয়া নয়।আপারা ইচ্ছা করলে তাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন ভবিষ্যৎ অনুশদ্ধান এর জন্য।
ধন্যবাদ।

<

Related Posts

10 Comments

মন্তব্য করুন