20 হাজার টাকার ভিতরে কিভাবে একটি ভালো পিসি বিল্ড করবেন?

আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালই আছেন । আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যাদের বাজেট কম কিন্তু তার একটা ভালো পিসি বিল করতে করতে চান? আজকের এই কনটেন্টটি মূলত তাদের জন্যই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাজেট কম হওয়ায় পিসি বিল্ড করতে গিয়ে কোনো রকম  দুর্বল জিনিসপাতি দিয়ে একটা পিসি বিল্ড করে ফেলেন .

ফল সরূপ দেখা যায় পিসি কেনার পর কয়েকদিন পিসি ভালই সার্ভিস দেয়। পিসিটি  কয়েক মাস ব্যাবহার করার পর দেখা যায়। যে পিসি ঘন ঘন হাং বা ঘন ঘন রিবুট হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে পিসিতে ছোট ছোট কাজ করতে গেলেও তখন পিসিতে অনেক সমস্যা হয় ।আর গেম খেলতে গেলও গেম যদি সাপোর্টও করে তাহলে গেম খেলতে গেলে গেম প্রচুর ল্যাগ করে গেমস খেলার মজাটাই নস্ট হয়ে যায় তাই না?

এখন কথা হলো ২০০০০ টাকায় আমরা কিরকম পিসি বানাব ?

আমরা কি গেমস খেলার জন্য পিসি  বানাব নাকি শুধু কাজ করার জন্য বানাব? যদি আমরা হালকা পাতলা কাজ করার জন্য পিসি বানাতে চাই তাহলে আমদের মোটামুটি একটা রিকুয়ার মেন্ট লাগবে। যেমন আমরা সবাই প্রসেসর সম্পর্কে শুনেছি। একটা পিসিতে প্রসেসর অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমরা আমাদের পিসিতে যত পরিমানে  লোড দেই ।

তার বেশির ভাগ লোডই কিন্তু আমাদের পিসির প্রসেসরের উপর পরে কারন  এ কে কম্পিউটারের ব্রেইন বলা হয়। যখন আমরা পিসি টি বানাই তখন আমরা বুঝি না কম দামি পুরান প্রসেসর দ্বারা পিসি বিল্ড করে ফেলি।

সুতরাং পিসি বিল্ড করতে গেলে সবার আগে আমদের প্রসেসরের দিকে নজর দিতে হবে। এখন বাজারে intel এর প্রসেসর অনেক জনপ্রিয় কিন্তু আমার মতে আমরা যদি  intel এর বদলে এর প্রসেসর ব্যাবহার করে পিসি বানাই তাহলে আমরা intel এর থেকেও বেটার পারফরমেন্স পাব। তাই বলে যে আমি intel এর প্রসেসর কে খারাপ বলছি তা কিন্তু নয়  intel এর প্রসেসরও এখন ভালো। কিন্তু intel এর ভালো মানের প্রসসেসর দিয়ে পিসি বিল্ড করতে বেশ শক্ত বাজেট হওয়া প্রয়োজন।

কিন্তু AMD এর ক্ষেত্রে সেরকমটা নেই আপনি অল্প টাকায় ও ভালো মানের প্রসেসর পাবেন। এবং এর বিশেষ কারন হলো এর মাধ্যমে গেমিংও করতে পারবেন।

পরবর্তী হার্ওয়ার টি হল RAM যার পূর্ণরুপ হলো ( Random Access Memory) এটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ জিনিস পিসি বিল্ড করতে গেলে আমাদের মিনিমাম জিবি RAM নিতে হবে কারন বর্তমান যুগে ৪ জিবি RAM এর পিসিতে  সমস্যা বেশি হয়।

এবং আমদের প্রতিটি হার্ওয়ার যতটা সম্ভব Brand নির্বাচন করে কিনতে হবে। তালেই আমরা একটি ভালো পিসি বিল্ড করতে পারব।

Related Posts

21 Comments

মন্তব্য করুন