2021 সালে 10 হাজার টাকার ভিতরে সেরা দুটি স্মার্টফোন 😍

আপনি কি 10000 টাকার ভিতরে একটা ব্রান্ড নিউ ফোন কিনতে চাচ্ছেন? কিন্তু কোনটা কিনবেন বুঝতে পারছেন না? সমস্যা নেই আজকের এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন। অবশ্যই আপনি আপনার মনের মত ফোনটি খুঁজে পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক 10 হাজার টাকার ভিতরে সেরা দুটি মোবাইল ফোন।

10000 টাকার ভিতরে আমি যে দুইটি ফোনের কথা বলতে যাচ্ছি তার ভিতর এক নম্বরে আছে Realme ব্র্যান্ড এর Realme C20A। যেটার অফিশিয়াল বাজারমূল্য 8990 টাকা। অন্যটি Tecno ব্র্যান্ডের Tecno Spark 6 Air। যেটার 2/32 GB ভেরিয়েন্ট ফোনের অফিশিয়াল বাজার মূল্য 9490 টাকা এবং 3/64 GB ভেরিয়েন্ট এর ফোনের অফিশিয়াল বাজার মূল্য 9990 টাকা ।তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই দুইটি ফোনের স্পেসিফিকেশন ।

Realme C20A:
1: এখানে কালার হিসেবে দুইটি করার পেয়ে যাবেন Iron Grey ও Lake Blue ।
2: ফোনের ওজন মোটামুটি 190 গ্রাম যেটা আমার কাছে মোটামুটি ভারী মনে হয়েছে ।
3: ডিসপ্লে হিসেবে রয়েছে 6.5 inches এর HD+ 720 x 1600 pixels (270 ppi) ।
4: ক্যামেরার কথা বলতে গেলে সামনে Single 8 Megapixel এবং পিছনে 5 Megapixel ক্যামেরা দেওয়া আছে যেটা দিয়ে আপনি 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন ।
5: ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন Lithium-polymer এর 5000 mAh এর (non-removable) ব্যাটারি এবং সাথে একটি 10W এর চার্জার পেয়ে যাবেন। আর এখানে আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে এই ফোনে রিভার্স চার্জিং এর সাপোর্ট রয়েছে ।
6: ফোনটা Android 10 এ রান করেছে নিজস্ব Realme UI এর সাথে।
7: প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Mediatek Helio G35 (12 nm) যেটা মোটামুটি লো বাজেটের গেমিং প্রসেসর ।
তো আপাতত এটুকুই বাকি সব অন্য ফোনের মতই।

Tecno Spark 6 Air:
1: এই ফোনের তিনটে কালার এভেলেবেল রয়েছে Comet Black, Ocean Blue, Cloud White।
2: ওজনের কথা আমি আপনাদের সিওর ভাবে বলতে পারছিনা । কারণ অনেক খোঁজাখুঁজির পর কোথাও এর কোন ওজন দেখতে পেলাম না ।
3: ডিসপ্লে হিসেবে রয়েছে 7.0 inches HD+ ডিসপ্লে যেটার রেজুলেশন 720 x 1640 pixels (258 ppi)।সো আপনি যদি মাল্টিমিডিয়া অথবা নেট ব্রাউজিং এর কাজে ইউজ করতে চান তাহলে এই ফোনটা খুবই অপশন ।
4: যদি ক্যামেরার কথা বলি তাহলে এই ফোনে রয়েছে সামনে Triple 13+ 2 Megapixel + AI Lens ক্যামেরা এবং পিছনে 8 Megapixel যেটা অবশ্যই 1080p তে ভিডিও রেকর্ড করতে সক্ষম।
5: এই ফোনের আরো একটা ভালো ব্যাপার এর ব্যাটারি কারণ এতে রয়েছে Lithium-polymer 6000 mAh (non-removable) যেটা দিয়ে অবশ্যই আপনি দুই দিন পার করে দিতে পারবেন এবং এর সাথে পেয়ে যাবেন 10W চার্জার তবে দুঃখের ব্যাপার এতে নেই কোনো রিভার্স চার্জিং এর সাপোর্ট। যেটা অবশ্য না থাকলে কোন ব্যাপার না ।
6: ফোনটি রান করেছে Android 10 Go দিয়ে নিজস্ব UI (HiOS 6.0) এর সাথে ।
7: যদি প্রসেসর এর কথা বলি তাহলে এতে ব্যবহার করা হয়েছে Mediatek Helio A25 (12 nm) যেটা সচরাচর লো বাজেট ফোনে বেশি ব্যবহৃত হয়ে থাকে ।
বাকি সব আর দুইটা সাধারণ ফোনের মতোই তাই আর কিছু বললাম না।

তুই এখন আসা যাক আপনি কোনটা নিবেন:
আপনি যদি ছোটখাটো গেম খেলতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার জন্য Realme। অন্যদিকে আপনি যদি গেমের প্রতি অতটা আগ্রহী না হন আপনি মাল্টিমিডিয়া,নেট ব্রাউজিং, সুন্দর সুন্দর ছবি তুলতে চান তাহলে অবশ্যই আপনার জন্য Tecno ভালো হবে। এখন আপনি নিজেই পাগল আপনি কোনটা নিবেন ।

(সাথে থাকার জন্য ধন্যবাদ)

Related Posts